Nurse Harassed: মহিলা নার্সকে শ্লীলতাহানি, গালিগালাজ রোগীর! আরজি করের স্মৃতি উস্কে ফের বিক্ষোভ চিকিত্‍সকদের

Last Updated:

Nurse Physical Assault: আরজি করের নৃশংস ঘটনার আন্দোলন এখনও অব‍্যাহত। তার মাঝেই ফের শ্লীলতাহানির ঘটনা সরকারি হাসপাতালে। অভিযোগ, কর্তব্যরত মহিলা নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল রোগীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিক্ষোভ এলাকার স্বাস্থ‍্যকর্মীদের।


মহিলা নার্সকে শ্লীলতাহানি, গালিগালাজ রোগীর! আরজি করের স্মৃতি উস্কে ফের বিক্ষোভ চিকিত্‍সকদের
মহিলা নার্সকে শ্লীলতাহানি, গালিগালাজ রোগীর! আরজি করের স্মৃতি উস্কে ফের বিক্ষোভ চিকিত্‍সকদের
বীরভূম: আরজি করের নৃশংস ঘটনার আন্দোলন এখনও অব‍্যাহত। তার মাঝেই ফের শ্লীলতাহানির ঘটনা সরকারি হাসপাতালে। অভিযোগ, কর্তব্যরত মহিলা নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল রোগীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিক্ষোভ এলাকার স্বাস্থ‍্যকর্মীদের।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে বীরভূমের ইলামবাজারের ব্লক প্রাথমিক স্বাস্থ‍্যকেন্দ্রে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, সন্ধ্যার পরে এই স্বাস্থ‍্যকেন্দ্রে অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। অভিযুক্ত ছোটচক গ্রামের বাসিন্দা শেখ আব্বাস উদ্দিন। অভিযোগ শেখ আব্বাস উদ্দিন কর্তব্যরত মহিলা নার্স রোগীকে চিকিত্‍সার জন‍্য কাছে গেলে তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করেন অভিযুক্ত।
advertisement
advertisement
এমনকী নার্সকে গালিগালাজের অভিযোগও উঠে এসেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত কর্তব‍্যরত নার্স-সহ ওই স্বাস্থ‍্যকেন্দ্রের চিকিত্‍সক এবং অন‍্যান‍্য কর্মীরা। ইতিমধ‍্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্বাস্থ‍্যকেন্দ্রে সমস্ত কর্মী এবং চিকিত্‍সকরা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ নামলেন স্বাস্থ্যকর্মীরা।
advertisement
তাদের অভিযোগ, চিকিত্‍সক, নার্স-সহ স্বাস্থ‍্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ডাক্তাররা রবিবার তারই প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে চলছে গোটা দেশ জুড়ে। চিকিত্‍সকদের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সরব বাংলা তথা গোটা দেশের চিকিত্‍সক মহল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nurse Harassed: মহিলা নার্সকে শ্লীলতাহানি, গালিগালাজ রোগীর! আরজি করের স্মৃতি উস্কে ফের বিক্ষোভ চিকিত্‍সকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement