Nurse Harassed: মহিলা নার্সকে শ্লীলতাহানি, গালিগালাজ রোগীর! আরজি করের স্মৃতি উস্কে ফের বিক্ষোভ চিকিত্সকদের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Nurse Physical Assault: আরজি করের নৃশংস ঘটনার আন্দোলন এখনও অব্যাহত। তার মাঝেই ফের শ্লীলতাহানির ঘটনা সরকারি হাসপাতালে। অভিযোগ, কর্তব্যরত মহিলা নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল রোগীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিক্ষোভ এলাকার স্বাস্থ্যকর্মীদের।
বীরভূম: আরজি করের নৃশংস ঘটনার আন্দোলন এখনও অব্যাহত। তার মাঝেই ফের শ্লীলতাহানির ঘটনা সরকারি হাসপাতালে। অভিযোগ, কর্তব্যরত মহিলা নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল রোগীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিক্ষোভ এলাকার স্বাস্থ্যকর্মীদের।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে বীরভূমের ইলামবাজারের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, সন্ধ্যার পরে এই স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। অভিযুক্ত ছোটচক গ্রামের বাসিন্দা শেখ আব্বাস উদ্দিন। অভিযোগ শেখ আব্বাস উদ্দিন কর্তব্যরত মহিলা নার্স রোগীকে চিকিত্সার জন্য কাছে গেলে তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করেন অভিযুক্ত।
advertisement
advertisement
এমনকী নার্সকে গালিগালাজের অভিযোগও উঠে এসেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত কর্তব্যরত নার্স-সহ ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক এবং অন্যান্য কর্মীরা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত কর্মী এবং চিকিত্সকরা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ নামলেন স্বাস্থ্যকর্মীরা।
advertisement
তাদের অভিযোগ, চিকিত্সক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ডাক্তাররা রবিবার তারই প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। আরজি করে তরুণী চিকিত্সককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে চলছে গোটা দেশ জুড়ে। চিকিত্সকদের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সরব বাংলা তথা গোটা দেশের চিকিত্সক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2024 1:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nurse Harassed: মহিলা নার্সকে শ্লীলতাহানি, গালিগালাজ রোগীর! আরজি করের স্মৃতি উস্কে ফের বিক্ষোভ চিকিত্সকদের