সরকারি অফিসে দিনের পর দিন গড়হাজির কর্মীরা! উপস্থিতি নিশ্চিত করতে সেপ্টেম্বর থেকে বাড়তি উদ্যোগ নেবে এই জেলা প্রশাসন
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
করোনা পরিস্থিতির কারণে বেশীরভাগ সরকারি অফিসে কর্মীদের উপস্থিতি অনিয়মিত হয়ে পড়েছে। রাজ্য সরকার পঞ্চাশ শতাংশ কর্মী উপস্থিতির নির্দেশ জারি করলেও বাস্তবে বেশকিছু অফিসে হাজিরা অনেক কম থাকছে।
#পূর্ব বর্ধমান: আগামী মাসের প্রথম দিন থেকেই সরকারি কর্মীদের হাজিরা খাতায় বাড়তি নজরদারি চালানোর পরিকল্পনা নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এবার থেকে ডিউটি রোস্টার মেনে অফিসে আসতে হবে সরকারি কর্মচারীদের। ইচ্ছেমতো আসা-যাওয়ায় রাশ টানতে এই পরিকল্পনা বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, চলতি মাসে রাজ্যের নির্দেশে একাধিক লকডাউন রয়েছে। শনি রবিবার ছুটির দিন রয়েছে। তাই কয়েকদিনের জন্য এখনই কড়াকড়ি না করে পয়লা সেপ্টেম্বর থেকেই কর্মীদের হাজিরার সুনিশ্চিত করতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিতে চলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সেক্ষেত্রে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা অফিসে অফিসে সারপ্রাইজ ভিজিটও করতে পারেন।
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণে বেশীরভাগ সরকারি অফিসে কর্মীদের উপস্থিতি অনিয়মিত হয়ে পড়েছে। রাজ্য সরকার পঞ্চাশ শতাংশ কর্মী উপস্থিতির নির্দেশ জারি করলেও বাস্তবে বেশকিছু অফিসে হাজিরা অনেক কম থাকছে। কিছু কিছু অফিসে দশ শতাংশ কর্মীও হাজির থাকছেন না। জেলাশাসকের অফিস থেকে দূরবর্তী এলাকার অফিসগুলিতে অনেক কর্মী ইচ্ছে মত যাতায়াত করছেন। তাদের অফিসে ঢোকা বেরোনোর কোনও নিয়ম থাকছে না। তার ফলে কর্মসংস্কৃতি শিকেয় উঠেছে। অনেক কাজ বকেয়া পড়ে থাকছে। টেবিলে ফাইলের পাহাড় জমছে। নিচু তলার কর্মী থেকে পদস্থ আধিকারিক সকলের মধ্যেই অফিসে না আসা অনীহা বিশেষভাবে নজরে এসেছে জেলা প্রশাসনের। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীয অবশ্য বলেন, বেশিরভাগ অফিসেই পঞ্চাশ শতাংশের ওপর কর্মী আধিকারিক হাজির থাকছেন। কিছু অফিসে তুলনামূলক কম হাজিরা থাকছে বলে খবর মিলেছে। সেখানেও যাতে নিয়ম মেনে কর্মীরা অফিসে আসেন তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোন কোন কর্মী কবে উপস্থিত থাকবেন তার তালিকা তৈরি করতে বলা হয়েছে বিভাগীয় আধিকারিকদের। সেই নিয়ম মেনে কর্মীদের আসা-যাওয়া করতে হবে। নিয়মিত হাজিরা খাতায় নজরদারি চলবে। কোন অফিসে দৈনিক হাজিরা কত নিয়মিত জেলাশাসকের অফিস থেকে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। এই নিয়মের অন্যথা হলে কড়া পদক্ষেপ নেবে জেলা প্রশাসন।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2020 12:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি অফিসে দিনের পর দিন গড়হাজির কর্মীরা! উপস্থিতি নিশ্চিত করতে সেপ্টেম্বর থেকে বাড়তি উদ্যোগ নেবে এই জেলা প্রশাসন
