NRC Notice: এক নোটিসেই তুলকালাম, ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ভয়ে কাঁপছে সকলে! কী এমন দেখা গেল!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
NRC Notice: শুক্রবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে একাধিক পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: দিনহাটার বাসিন্দার কাছে এনআরসি নোটিস আসতেই রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবার এনআরসির আঁচ এসে পড়ল পেট্রাপোল সীমান্তে।
শুক্রবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে একাধিক পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যেগুলি বাসিন্দাদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। শুক্রবার সকালে স্থানীয়রা স্থানীয় দোকান বা দেওয়ালে বেশ কিছু পোস্টার দেখা যায়। সেখানে কেন্দ্রীয় সরকারের এনআরসি নীতির বিরোধিতা করে লেখা রয়েছে। পাশাপাশি দিনহাটার বাসিন্দার ন্যায় বিচারের পক্ষেও পড়েছে পোস্টার।
advertisement
advertisement
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কল্যাণ বিশ্বাস বলেন, ”সকালে রাস্তায় বেরিয়ে এনআরসি নিয়ে বেশ কিছু পোস্টার দেখতে পাওয়া যায়। এই পোস্টারে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা চাই যাতে এনআরসি লাগু না হয়।”
advertisement
যদিও এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ”মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে তৃণমূল এটা করেছে। ওরা আতঙ্কিত, এনআরসি হলে ওদের ভোট ব্যাংক থাকবে না।’
রাজনীতির বিষয় উড়িয়ে দিয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, এই পোস্টারের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে এই পোস্টার দিয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 7:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NRC Notice: এক নোটিসেই তুলকালাম, ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ভয়ে কাঁপছে সকলে! কী এমন দেখা গেল!