নস্টালজিক খেলনা ভুটভুটি নৌকা! ছুটে বেড়াত গামলার জলে! মনে আছে?
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Toy- আধুনিকতার যুগে ৬০ বছরেরও বেশি সময় ধরে শিশুদের আনন্দ দেয় এই ভুটভুটি নৌকা, জড়িয়ে অতীতের স্মৃতি।
উত্তর ২৪ পরগনা: জলের মধ্যে ভুট ভুট শব্দে এগিয়ে চলা এই খেলনা নৌকা দেখলে অনেকেরই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আজকের আধুনিক যুগে প্রযুক্তির ছোঁয়া লেগেছে সবেতেই, তবে কিছু কিছু পুরনো স্মৃতি এখনও জীবিত রয়েছে তার মধ্যে।
এমনই একটি ছোটবেলার স্মৃতি বিজরিত খেলনা হল এই ভুটভুটি নৌকা। একসময় শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল এই খেলনা নৌকা, যা এখন শুধুই মেলা বা বিভিন্ন উৎসবে খুব কম হলেও বিক্রি হতে দেখা যায়।
মূলত এই ভুটভুটি নৌকা হয় টিনের তৈরি। নৌকার নিচের অংশে দুটি পাইপ থাকে, যেখানে জল দিয়ে কপুর বা তেল দিয়ে আগুন জ্বালিয়ে নৌকার ভিতরে রাখলেই ভুটভুট শব্দ করে জলের মধ্যে এগিয়ে চলে।
advertisement
advertisement
আরও পড়ুন- জিনাতের পথেই ফিরে গেল প্রেমিক! বাংলা ছাড়ল রয়্যাল বেঙ্গল,তাও কেন বিপদ কাটছে না
ছোট ডেচকি বা গামলার জলে চালানো এই নৌকাগুলি এক সময় শিশুদের মধ্যে ছিল সবচেয়ে আকর্ষণীয় খেলনা। কিন্তু আধুনিক খেলনা এবং প্রযুক্তির প্রভাবে আজকাল এই নৌকা খেলনা অনেকটাই হারিয়েছে তার অস্তিত্ব। তবে জেলা সহ রাজ্যের বিভিন্ন মেলায় এখনও খুঁজলে দেখা মেলে এই নৌকার পসরা নিয়ে বিক্রেতাদের।
advertisement
এমনকী মেলায় অভিভাবকরা অনেক সময় নিজেদের অতীতের স্মৃতি মনে করিয়ে, সন্তানদের হাতে তুলে দেন প্রায় ৬০ বছরেরও অধিক পুরোনো খেলনা এই ভুটভুটি নৌকা। বর্তমানে এই ভুটভটি নৌকার মূল্য ৫০ টাকা হলেও অতীতে আরও অনেকটাই কম দামে মিলত এটি। জানালেন বিক্রেতা প্রহ্লাদ শেঠ।
আরও পড়ুন- লক্ষী ভান্ডার উপভোক্তাদের সমস্যা দূর, বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
হরেক রঙের এই ভুটভুটি নৌকা যেন আধুনিকতার যুগেও প্রদীপের সলতের মতো জ্বলে রয়েছে। আজকের প্রজন্মের অনেক শিশুদেরও এই খেলনা পেয়ে মুখে ফুটছে হাসি। আর এভাবেই যেন সন্তানদের আনন্দের মধ্যেই বেঁচে থাকছে অতীতের স্মৃতি।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2025 8:01 PM IST









