Howrah News: উত্তর হাওড়ার জল-কষ্ট অতীত! প্রায় ২৮০ কোটি টাকা খরচে নতুন প্রকল্প, সহজেই মিলবে শুদ্ধ পানীয় জল

Last Updated:

Howrah News: নতুন প্রকল্পের হাত ধরে দুর্দশা থেকে মুক্তি পেতে চলছেন উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডের প্রায় ৫ লক্ষ মানুষ। প্রকল্পের কাজ কবে শেষ হবে, সেই বিষয়ে বড় আপডেট দিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী।

+
উত্তর

উত্তর হাওড়া জল প্রকল্প

হাওড়া, রাকেশ মাইতিঃ পানীয় জলের জন্য আর হাহাকার নয়। পানীয় জল সরবরাহ ক্ষেত্রে এবার স্বনির্ভর হতে চলছে উত্তর হাওড়া! বলা চলে, উত্তর হাওড়ায় বসবাস করা কয়েক লক্ষ মানুষ এবার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন। এতদিন উত্তর হাওড়ার মানুষকে হাওড়া পুরসভার পদ্মপুকুর জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হত। হাওড়া পুরসভা এলাকায় জনবসতি বাড়ছে ফলে পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্টের চাপও বাড়ছিল। বেশি দূরত্বে জল পৌঁছতে সমস্যা হচ্ছিল। এবার সেই নির্ভরতা কাটিয়ে উত্তর হাওড়াতেই নতুন জল প্রকল্প।
উত্তর হাওড়ায় কয়েক লক্ষ মানুষ বসবাস করেন। সেই সমস্ত মানুষের কথা ভেবে জল পরিসেবার কাজ। ২০২১ সালে ভোটে জেতার পরেই বিধায়ক গৌতম চৌধুরী উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে কাজ প্রায় শেষের পথে। আর অল্প সময়ের অপেক্ষা, এরপরেই খুব সহজে এবং সঠিক মাত্রায় শুদ্ধ পানীয় জল পাবেন মানুষ।
আরও পড়ুনঃ রেডিমেডের আমলেও ঝপাঝপ বিক্রি! শীত পড়তেই ভিনরাজ্য থেকে হ্যামিল্টনগঞ্জে হাজির ধুনুরিরা, জয়গাঁ-কালচিনি থেকেও আসে অর্ডার
এই নতুন জল প্রকল্প বাস্তবায়িত করতে প্রায় ২৮০ কোটি টাকা খরচ করে কেএমডিএ-র (KMDA) মাধ্যমে কাজ হচ্ছে। উত্তর হাওড়ার গোলাবাড়ি গঙ্গা থেকে জল তুলে পাইপ লাইনের মাধ্যমে সত্যবালা এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পৌঁছনো হবে। প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন গ্যালন জল পরিশুদ্ধ করা হবে। দিনে তিনবার প্রয়োজন মতো সেই জল সরবরাহ করা হবে এলাকায়।
advertisement
advertisement
এতদিন হাওড়া পদ্মপুকুর জল প্ল্যান্ট থেকে উত্তর হাওড়ায় প্রায় ৭ কিলোমিটার দূরত্বে জল পৌঁছত। দূর থেকে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছনোর ফলে জলের গতি ছিল কম। সেই কারণে প্রয়োজনের তুলনায় কম জল পেতেন স্থানীয় মানুষ। একই সঙ্গে জল পরিষেবায় নানা সমস্যাও দেখা দিত। ফলে ভোগান্তির শিকার হতে হত এলাকাবাসীদের। এবার নতুন প্রকল্পের হাত ধরে দুর্দশা থেকে মুক্তি পেতে চলছেন উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডের প্রায় ৫ লক্ষ মানুষ। গোলাবাড়ি থেকে ঘুশুড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পাইপ লাইন পাতার কাজ শেষের পথে। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রায় ৫৫ হাজার পানীয় জল সংযোগ করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, আগামী গ্রীষ্মকালে আর মানুষকে জলের জন্য কষ্ট করতে হবে না। গরমের আগেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। উত্তর হাওড়ার মানুষ নতুন পানীয় জল প্রকল্পের আওতায় পানীয় জল পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: উত্তর হাওড়ার জল-কষ্ট অতীত! প্রায় ২৮০ কোটি টাকা খরচে নতুন প্রকল্প, সহজেই মিলবে শুদ্ধ পানীয় জল
Next Article
advertisement
Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ
সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! তবুও অনড় তৃণমূল সাংসদ
  • সংসদ ভবন চত্বরে সৌগতর সিগারেটে টান৷

  • আপত্তি জানালেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷

  • নিজের যুক্তিতে অনড় তৃণমূল সাংসদ৷

VIEW MORE
advertisement
advertisement