North 24 Parganas News: সুন্দরবনে কিশোরদের সুরের স্বপ্নে ‘গুরুকুল মিউজিক অ্যাকাডেমি’! হচ্ছে সাংস্কৃতিক জাগরণ
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
ছাত্রছাত্রীরা শিখবে রাগ-রস-তাল ও সংগীতের নানান দিক, পাশাপাশি গড়ে উঠবে তাদের আত্মবিশ্বাস, মনঃসংযোগ ও ব্যক্তিত্ব। এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকা জুড়ে দেখা দিয়েছে আগ্রহ ও উৎসাহ।
উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে কিশোরদের সুরের স্বপ্নে ‘গুরুকুল মিউজিক অ্যাকাডেমি’! সুন্দরবনের প্রান্তিক গ্রামাঞ্চলে শিশু-কিশোরদের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কিছুটা পিছিয়ে থাকা চিত্র দেখা গিয়েছে। বইয়ের পাতায় সীমাবদ্ধ পড়াশোনার বাইরেও শিল্প-সংস্কৃতির জগতে পদচারণা হোক, এই লক্ষ্য নিয়েই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের ইছাপুর মৌজায়, বায়লানি বাজার সংলগ্ন এলাকায় যাত্রা শুরু করল ‘গুরুকুল মিউজিক অ্যাকাডেমি’।
উত্তর ২৪ পরগনার এই প্রতিষ্ঠানটির মূল উদ্দ্যেশ্য, প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের সংগীতচর্চার সুযোগ করে দেওয়া। এই মিউজিক অ্যাকাডেমি শুধুমাত্র গান শেখানোর কেন্দ্র নয়—এটি এক ধরনের সাংস্কৃতিক আন্দোলনের সূচনা, যেখানে ছাত্রছাত্রীরা শিখবে রাগ-রস-তাল ও সংগীতের নানা দিক, পাশাপাশি গড়ে উঠবে তাদের আত্মবিশ্বাস, মনঃসংযোগ ও ব্যক্তিত্ব।
আরও পড়ুন: ১৬০০ কিমি দন্ডি কেটে কেদারনাথ…! শিব ভক্তের শপথ, লিটার লিটার দুধ, গঙ্গাজল ঢাললেন শম্ভুর মাথায়
advertisement
advertisement
এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকা জুড়ে দেখা দিয়েছে আগ্রহ ও উৎসাহ। বহু অভিভাবক তাদের সন্তানদের একাডেমিতে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই ধরনের উদ্যোগ শুধু শিল্পীসত্তা গড়ে তোলার ক্ষেত্রেই নয়, সমাজিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
সুন্দরবনের মাটিতে আগামী প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দিক সংগীতের সুর, তাদের জীবন হোক আনন্দময় ও সৃষ্টিশীল—এই আশাই করছেন উদ্যোক্তারা। এই একাডেমিতে নিয়মিত সংগীত প্রশিক্ষণের পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং ওয়ার্কশপ। স্থানীয় শিল্পীরা এখানে অতিথি শিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন, যার ফলে ছাত্রছাত্রীরা বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে পারবে। একাডেমির পরিকাঠামো গড়ে তোলা হয়েছে শিশুদের উপযোগী করে, যাতে তারা অনায়াসে সুরের জগতে প্রবেশ করতে পারে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2025 7:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সুন্দরবনে কিশোরদের সুরের স্বপ্নে ‘গুরুকুল মিউজিক অ্যাকাডেমি’! হচ্ছে সাংস্কৃতিক জাগরণ








