Tasty Food: বৌদির হাতের ‘ডোডো বরফি’ মধ্যমগ্রামের ফুড ফেস্টিভ্যাল কাঁপাচ্ছে এই মিষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Tasty Food: গৃহবধুর হাতে তৈরি ডোডো বরফি খেতে ভোজন রসিকদের ভিড় জমছে মধ্যমগ্রামে
উত্তর ২৪ পরগনা: নাম শুনেছেন, টেস্ট করেছেন! ডোডো বরফি মিষ্টি! নাম শুনে কিছুটা অবাক লাগলেও এখন এই মিষ্টিতে মজেছেন মধ্যমগ্রামবাসীরা। নামের গুনে উত্তর ভারতের বিখ্যাত এই মিষ্টি খেতে এখন ভোজন রসিকদের সন্ধ্যা নামলেই ভিড় জমছে মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে। মধ্যমগ্রামে চলা দ্বিতীয় বর্ষের এই ফেস্টিভাল বিশেষ নজর কেড়েছে ভোজনরসিকদের।
শহীদ ক্ষুদিরাম বসু ফাউন্ডেশনের উদ্যোগে চলা এই মেলার এবারের থিম শতবর্ষে মৃণাল সেন। সেখানেই মিলছে এই ডোডো বরফি। ঘিয়ের বিশেষ পদ্ধতিতে তৈরি এই মিষ্টির পসরা নিয়েই হাজির হয়েছেন এক গৃহবধূ। তার সঙ্গে কথা বলেই জানা গেল জেলায় এই প্রথম কোন ফুড ফেস্টিভ্যালে ডোডো বরফি মিলছে আর তা খেতেই সন্ধ্যের পর থেকে ভিড় জমছে মানুষের। কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তৈরি করা এই ডোডো বরফি। দুধ জ্বাল দিয়ে তার মধ্যে ডালিয়া , ঘি ও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়ে থাকে এই ডোডো বরফি। পাশাপাশি এই তলে মিলছে ঘি এর বিশেষ লাড্ডু ও।
advertisement
আরও পড়ুন – Shani Dev: শনিদেবের পুজোর রয়েছে বেশ কিছু বিধিনিষেধ, ভুলেও এভাবে পুজো করবেন না নেমে আসবে ঘোর দুঃসময়
advertisement
তবে মাত্র কুড়ি টাকায় ডোডো বরফির টানে স্টলের সামনেই ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা। একবার চেখে দেখে অনেকেই আবার বাড়ির জন্যও নিয়ে যাচ্ছেন এই বিশেষ মিষ্টি বরফি। গৃহবধূ ববি সরকারের তৈরি উত্তর ভারতের বিশেষ এই ডোডো মিষ্টি বিশেষ নজর কেড়েছে ভোজন রসিকদের। তাই আপনিও এই বিশেষ মিষ্টি বরফির স্বাদ নিতে চাইলে আসতে পারেন মধ্যমগ্রামে চলা ফুড ফেস্টিভালে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2023 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tasty Food: বৌদির হাতের ‘ডোডো বরফি’ মধ্যমগ্রামের ফুড ফেস্টিভ্যাল কাঁপাচ্ছে এই মিষ্টি