North 24 Parganas News: অতীতে মানুষকে দিয়েছেন পৌর পরিষেবা, অবসর নিতেই প্রাপ্য পেনশন পেতে মিলছে চরম দুর্ভোগ!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: জানা গিয়েছে, ২০২৪ সালের নভেম্বর এবং ডিসেম্বর এর পেনশন এখনও মেলেনি ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত ওই পৌরকর্মীদের। ফলে চরম সমস্যায় পড়েছে ওই অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা।
উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই কর্মক্ষেত্রে মানুষকে পরিষেবা দিয়ে এসেছেন তারা। তবে অবসরের পর এমন নাকানি চোবানি খেতে হবে নিজেদের প্রাপ্য টাকার জন্য, তা যেন কল্পনাও করতে পারেননি অবসরপ্রাপ্ত ভাটপাড়া পৌরসভার পৌরকর্মীরা। অতীতেও বহু সময় পেনশন এর টাকা পাওয়ার জন্য আন্দোলনে নামতে হয়েছে তাদের। বছর শেষে গত দু’মাস ধরে আবারও একই সমস্যায় পড়েছেন তারা। ফলে ওষুধ কেনা থেকে সংসার চালানো সব ক্ষেত্রেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরা।
জানা গিয়েছে, ২০২৪ সালের নভেম্বর এবং ডিসেম্বর এর পেনশন এখনও মেলেনি ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত ওই পৌরকর্মীদের। ফলে চরম সমস্যায় পড়েছে ওই অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। নির্দিষ্ট তারিখ জানানো হলেও তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও মিলছে না পেনশনের টাকা বলে অভিযোগ। আর তাই এদিন রীতিমতো পৌরসভায় এসে সোচ্চার হলেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। অবিলম্বে তাদের প্রাপ্য পেনশনের টাকা দেওয়া হোক দাবি জানিয়ে পৌরসভার দ্বারস্থ হয়েছেন তারা।
advertisement
আরও পড়ুন: একটু বেশি ভূমিকম্প হলেই কলকাতার কোন এলাকা শেষ হয়ে যাবে, জানেন? গবেষকদের কথা শুনে আঁতকে উঠবেন কিন্তু
advertisement
যদিও পরিস্থিতি সামাল দিতে পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা হবে। তবে প্রশ্ন, বারংবার কেন অবসরপ্রাপ্ত এই পৌর কর্মীদের পেনশনের টাকা আটকে হেনস্থার মুখে ফেলছে, এক সময়ে তাদের কর্মক্ষেত্র হিসেবে এগিয়ে চলা ভাটপাড়া পৌরসভা কর্তৃপক্ষ!
advertisement
—- Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: অতীতে মানুষকে দিয়েছেন পৌর পরিষেবা, অবসর নিতেই প্রাপ্য পেনশন পেতে মিলছে চরম দুর্ভোগ!