North 24 Parganas News: রেলগেট বিকল, সোদপুরের এই রাস্তায় ভয়াবহ কাণ্ড! কাতারে কাতারে মানুষের ঢল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: ট্রেন চলাচলের পথে ব্যস্ত সময়ে বিকল রেলগেট আর তার জেরেই বিপত্তি। জানা গিয়েছে, সোদপুর ৮ নম্বর রেলগেট গতকাল রাত থেকেই বিকল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
উত্তর ২৪ পরগনা: ট্রেন চলাচলের পথে ব্যস্ত সময়ে বিকল রেলগেট আর তার জেরেই বিপত্তি। জানা গিয়েছে, সোদপুর ৮ নম্বর রেলগেট গতকাল রাত থেকেই বিকল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। একদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে অপরদিকে বিটি রোডের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার মাঝেই ৮ নম্বর রেলগেট।
এই রাস্তা ব্যবহার করেই পণ্যবাহী যানবাহন থেকে নিত্যদিন যাতায়াত করেন বহু মানুষজন। তবে রাত থেকেই এই রেল গেটটি বিকল হয়ে পড়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন যান চালক থেকে সাধারণ যাত্রীরা। ফ্লাইওভার ব্যবহার করে বন্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই এই রাস্তা ব্যবহার করে চলত পণ্যবাহী যানবাহন।
advertisement
advertisement
তবে তারি মাঝে এভাবে গেট বিকল হয়ে পড়ার কারণে দাঁড়িয়ে পড়েছে ট্রাকগুলি। চরম যানজটের সৃষ্টি হয় এতেই। অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়াদেরও চরম হয়রানির শিকার হতে হচ্ছে এর কারণে।
যদিও এর কারণে ট্রেন চলাচলে তেমনভাবে প্রভাব না পড়লেও, রেলের তরফ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে গেট মেরামতির কাজ চলছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে। তার ফলে রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পন্যবাহী ট্রাক। এখন কতক্ষণে এই পরিস্থিতির স্বাভাবিক হয় সেটাই দেখার।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: রেলগেট বিকল, সোদপুরের এই রাস্তায় ভয়াবহ কাণ্ড! কাতারে কাতারে মানুষের ঢল