টিন, বাঁশ, দরমার আলো-ছায়া মঞ্চে 'নাটকের' স্বপ্ন বুনছে প্রত্যন্তের পড়ুয়ারা! সাড়া ফেলল শিক্ষকের অভিনব উদ্যোগ

Last Updated:

নিজের জমানো অর্থ দিয়ে ২৫ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া বাঁশের বেড়া, দরমা আর টিনের ছাউনি দিয়ে বাড়িতেই থিয়েটার তৈরি।

+
ছাত্রছাত্রীদের

ছাত্রছাত্রীদের নিয়ে নাটকের কর্মশালা

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ নিজের অর্থে বাঁশ-টিনের ঘরে থিয়েটার হল, ছাত্র-ছাত্রীদের নাট্যমুখী করতে অভিনব উদ্যোগ শিক্ষকের। নিজের জমানো অর্থ দিয়ে ২৫ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া বাঁশের বেড়া, দরমা আর টিনের ছাউনি দিয়ে এক অভিনব থিয়েটার হল তৈরি করেছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরবাগান এলাকার বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক তথা নাট্যকর্মী সঞ্জয় চক্রবর্তী।
ছোটবেলা থেকেই নাটকের হাত ধরে তাঁর সাংস্কৃতিক জীবনের শুরু, আজও তিনি ও তাঁর স্ত্রী পায়েল চক্রবর্তী নাটক ও থিয়েটারের সাধনায় মগ্ন। এবার নিজেদের ভিটেতেই গড়ে তুললেন লাইট অ্যান্ড সাউন্ড-সজ্জিত একটি থিয়েটার হল। যার একটাই উদ্দেশ, বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে সরিয়ে এনে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করা এবং তাদের নাট্যমুখী করে তোলা।
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতার জ্বলন্ত ইতিহাস ‘জীবন্ত’ পর্দায়! থ্রিডি ছবির মাধ্যমে ফুটে উঠল সংগ্রামের কাহিনি, কোথায় এই উদ্যোগ জানেন?
সঞ্জয়বাবুর মতে, অনেক প্রতিভাবান ছাত্র-ছাত্রী অর্থের অভাবে কখনই বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে না। বাইরে কোনও হল ভাড়া করতে গেলে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়, যা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই সম্পূর্ণ বিনামূল্যে কর্মশালার মাধ্যমে এই থিয়েটারে তারা হাতে-কলমে প্রশিক্ষণ পাবে এবং নাটককে জীবনের সঙ্গে যুক্ত করার সুযোগ পাবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁশ কাঠ, দরমার বেড়া আর টিনের ছাউনি দিয়ে তৈরি হলেও এই থিয়েটারে রয়েছে নিজস্ব লাইট ও সাউন্ড সিস্টেম। নাটক ও থিয়েটার কেবল বিনোদন নয়, বরং সুস্থ, স্বাভাবিক ও সৃজনশীল সমাজ গঠনের অন্যতম হাতিয়ার – এই বার্তাই সঞ্জয়বাবু নিজের সাধনা আর আত্মত্যাগের মাধ্যমে সমাজের সামনে তুলে ধরলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আরও অনেকে এগিয়ে আসেন, তবে আগামী দিনে নাট্যকর্মীদের হাত ধরেই গড়ে উঠবে এক আলোকিত সমাজ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টিন, বাঁশ, দরমার আলো-ছায়া মঞ্চে 'নাটকের' স্বপ্ন বুনছে প্রত্যন্তের পড়ুয়ারা! সাড়া ফেলল শিক্ষকের অভিনব উদ্যোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement