North 24 Parganas News: নিমতায় হাড়হিম কাণ্ড, স্ত্রী ও মেয়েকে থেঁতলে খুনের চেষ্টা, আত্মঘাতী স্বামী, হাসপাতালে জীবনযুদ্ধে দুটো প্রাণ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের নিমতার প্রতাপগড়ে হাড়হিম করা কাণ্ড! স্ত্রী এবং বাচ্চাকে খুন করার চেষ্টা করে আত্মঘাতী স্বামী! স্ত্রী ও বাচ্চা প্রাণে বেঁচে গেলেও অবস্থা সঙ্কটজনক। বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নিমতা থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের নিমতার প্রতাপগড়ে হাড়হিম করা কাণ্ড! স্ত্রী এবং বাচ্চাকে খুন করার চেষ্টা করে আত্মঘাতী স্বামী! স্ত্রী ও বাচ্চা প্রাণে বেঁচে গেলেও অবস্থা সঙ্কটজনক। বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন দু’জনেই। ঘটনার তদন্তে নিমতা থানার পুলিশ।
জানা যায়,বাটখাড়া দিয়ে থেঁতলে স্ত্রী ও মেয়েকে খুন করার চেষ্টা করেছিল স্বামী। কিন্তু দু’জনেই বেঁচে যায়। পুলিশ ঘর থেকে অভিযুক্ত স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশর প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই নৃশংস ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, মা ও মেয়ে দু’জনেই বেঁচে আছে কিন্তু শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক।
advertisement
চলতি বছর মার্চ মাসেই ঘটে গিয়েছিল একইরকম এক নৃশংস ঘটনা। গলা কেটে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! দম্পতির দেহ উদ্ধার হয় কুলটিতে। পশ্চিম বর্ধমানের কুলটির আলডি গ্রামের বাড়িতে পুলিশ ঢুকে দেখে স্ত্রী গলা কাটা অবস্থায় মেঝেয় পড়ে রয়েছে। রক্তে ভেসে গিয়েছে গোটা ঘর। গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর দেহ ঝুলছে সিলিং থেকে। পুলিশ সূত্রে খবর, মৃত স্বামীর নাম রূপকুমার বাউরি এবং স্ত্রীর নাম মালা বাউরি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রথমে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রীকে খুন করেন রূপকুমার। ধারাল অস্ত্র দিয়ে নিজেরও গলা কাটার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তা তিনি পারেননি। শেষমেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রূপকুমার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 6:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: নিমতায় হাড়হিম কাণ্ড, স্ত্রী ও মেয়েকে থেঁতলে খুনের চেষ্টা, আত্মঘাতী স্বামী, হাসপাতালে জীবনযুদ্ধে দুটো প্রাণ