Sodepur: চরম ভয়ঙ্কর...! সোদপুরের এই রাস্তাই এখন মরণফাঁদ! ভয়াবহ কাণ্ড ঘটাচ্ছেন নিত্যযাত্রীরা, শুনলে ভয়ে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sodepur: ট্রেন চলাচলের পথে ব্যস্ত সময়ে বিকল হয়ে পড়ে রয়েছে রেলগেট আর তার জেরেই এই বিপত্তি। জানা গিয়েছে, সোদপুর ৮ নম্বর রেলগেট বেশ কিছুদিন বিকল অবস্থায় পড়ে রয়েছে।
সোদপুর, সুবীর দে: সোদপুরের এই রাস্তায় ভয়াবহ কাণ্ড। সোদপুর ৮ নম্বর রেলগেট খোলা অবস্থায় রয়েছে। লাইনে দীর্ঘক্ষণ দাড়িয়ে আছে ট্রেন। আর লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় লাইনের ওপর দিয়ে গাড়ি থেকে শুরু করে নিত্যযাত্রীরা পারাপার করছে। যখন তখন ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। যা নিয়ে বাড়ছে বিরাট দুশ্চিন্তা।
ট্রেন চলাচলের পথে ব্যস্ত সময়ে বিকল হয়ে পড়ে রয়েছে রেলগেট আর তার জেরেই এই বিপত্তি। জানা গিয়েছে, সোদপুর ৮ নম্বর রেলগেট বেশ কিছুদিন বিকল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। একদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে অপরদিকে বিটি রোডের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার মাঝেই ৮ নম্বর রেলগেট।
advertisement
advertisement
এই রাস্তা ব্যবহার করেই পণ্যবাহী যানবাহন থেকে নিত্যদিন যাতায়াত করেন বহু মানুষজন। এই রেল গেটটি বিকল হয়ে পড়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন যান চালক থেকে সাধারণ যাত্রীরা। ফ্লাইওভার ব্যবহার করে বন্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই এই রাস্তা ব্যবহার করে চলত পণ্যবাহী যানবাহন। তবে তারি মাঝে এভাবে গেট বিকল হয়ে পড়ার কারণে দাঁড়িয়ে পড়েছে ট্রাকগুলি। চরম যানজটের সৃষ্টি হয় এতেই। অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়াদেরও চরম হয়রানির শিকার হতে হচ্ছে এর কারণে।
advertisement
যদিও এর কারণে ট্রেন চলাচলে তেমনভাবে প্রভাব না পড়লেও, রেলের তরফ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে গেট মেরামতির কাজ চলছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে। আর এর মধ্যেই প্রাণের ঝুকি নিয়ে চলছে লাইন পারাপার করছেন নিত্যযাত্রীরা৷ আর এই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 11:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sodepur: চরম ভয়ঙ্কর...! সোদপুরের এই রাস্তাই এখন মরণফাঁদ! ভয়াবহ কাণ্ড ঘটাচ্ছেন নিত্যযাত্রীরা, শুনলে ভয়ে আঁতকে উঠবেন