North 24 Parganas News: ১৫ বছর ধরে অনাথ...! ৪ কিমি রাস্তা তাকিয়ে দেখেনি প্রশাসন, এবার বিরক্ত গ্রামবাসীরা যা করলেন...

Last Updated:

North 24 Parganas News: স্থানীয় যুবসমাজ থেকে বয়স্করা পর্যন্ত সকলে মিলে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করেছেন। রীতিমত গর্ত ভরাট করে, বালি-পাথর দিয়ে নিজেদের সামর্থ্যে রাস্তা সারাই করছেন।

+
রাস্তা

রাস্তা সারাইয়ের কাজে হাত লাগালেন গ্রামবাসী 

উত্তর ২৪ পরগনা: চাঁদা তুলে রাস্তা! প্রশাসনের ভরসা না পেয়ে নিজেরাই উদ্যোগ নিলেন বাদুড়িয়ার গ্রামের বাসিন্দারা। চুপ করে বসে থাকলে আর চলবে না—এই মনোভাবেই পথে নামলেন গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম বেনা গ্রামে বছরের পর বছর ধরে অবহেলিত প্রায় চার কিলোমিটার রাস্তাকে বাঁচাতে এগিয়ে এলেন এলাকার মানুষজন। প্রশাসনের অসহযোগিতায় তিতিবিরক্ত হয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে শুরু করলেন রাস্তাঘাট মেরামতির কাজ।
উত্তর ২৪ পরগনার চন্ডিপুর দাসপাড়া থেকে দক্ষিণ বেনা মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কোথাও ধস, কোথাও জল জমে থাকা বড় গর্ত—এই রাস্তায় কানুপুর, আটঘরা, রাজাপুর, শিমুলিয়া, শিবপুরসহ অন্তত ছয়-সাতটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। অথচ বিগত ১৫ বছরে কোনও সংস্কার হয়নি।
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, “বারবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও সাড়া মেলেনি। বর্ষাকালে তো পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে পারে না। তাই বাধ্য হয়েই নিজেরাই উদ্যোগ নিয়েছি।” স্থানীয় যুবসমাজ থেকে বয়স্করা পর্যন্ত সকলে মিলে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করেছেন। রীতিমত গর্ত ভরাট করে, বালি-পাথর দিয়ে নিজেদের সামর্থ্যে রাস্তা সারাই করছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনা আবারও প্রমাণ করল, সরকারের নিষ্ক্রিয়তাকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষই পারে নিজেদের বিপদে রাস্তায় নামতে। তবে প্রশ্ন থেকে যায়—আবশ্যিক পরিকাঠামোর দায়িত্ব কী শুধুই সাধারণ মানুষের? আর কতদিন প্রতিশ্রুতি শুনে বসে থাকতে হবে গ্রামবাসীদের।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ১৫ বছর ধরে অনাথ...! ৪ কিমি রাস্তা তাকিয়ে দেখেনি প্রশাসন, এবার বিরক্ত গ্রামবাসীরা যা করলেন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement