Sadak Suraksha Abhiyan: সাইকেল নিয়েই দেশ ভ্রমণ যুবকের! লাদাখ থেকে ভুটান, ওড়িশা! দিলেন বিশেষ সুরক্ষা-বার্তা!

Last Updated:

North 24 Parganas News: সেভ ড্রাইভ সেফ লাইফ এবং গাছ বাঁচানোর বার্তা নিয়ে যুবকের এই দেশ ভ্রমণ রীতিমতো নজর কেড়েছে সকলের।

+
সাইকেলে

সাইকেলে ভ্রমণ যুবকের

উত্তর ২৪ পরগনা: লাদাখে মাইনাস ৩০ ডিগ্রি, কাশ্মীরে মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে সাইকেল চালিয়ে সারাদেশ তথা নেপাল ও ভুটান ঘুরে অবশেষে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দেখা মিলল বাংলার এক যুবকের। গত এক বছর আগে সেভ ড্রাইভ সেভ লাইফ ও গাছ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে সাইকেল নিয়ে দেশ ভ্রমণের উদ্দেশে বেরিয়েছিলেন সুপ্রিয় দাস।
এরপর একে একে ওড়িশা,  কর্ণাটক তামিলনাড়ু গোয়া-পাঞ্জাব হরিয়ানা হয়ে কাশ্মীর লাদাখ হিমাচলের মতো দুর্গম পথও পাড়ি দিয়েছেন বছর বাইশের যুবক সুপ্রিয়, সঙ্গী শুধু সাইকেল। মেদিনীপুর জেলার খেজুরিতে বাড়ি তার। সাইকেল নিয়েই বিশ্বের সবথেকে উঁচু রাস্তা খারদুংলা পাসে পৌছয় সে। যার উচ্চতা সমুদ্র তল থেকে প্রায় ১৮ হাজার ফুট উপরে। পাশাপাশি ভারতের প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও ভ্রমণ করে অবশেষে বাড়ির পথে সুপ্রিয়।
advertisement
advertisement
সেভ ড্রাইভ সেফ লাইফ এবং গাছ বাঁচানোর বার্তা নিয়ে যুবকের এই দেশ ভ্রমণ রীতিমতো নজর কেড়েছে সকলের। তাই ঠাকুরনগর পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজের তরফে তাকে বিশেষ সম্বর্ধনাও দেওয়া হয়। পাশাপাশি তার এই সুদীর্ঘ পথ সাইকেলে অতিক্রম করায় তাকে বহু জায়গায়, যেমন ঠাকুরনগর জামদানি রোডের “একটু বসুন” ক্যাফেতেও দাঁড় করিয়ে বিশেষ সম্মান জানানো হয়।
advertisement
যুবক জানান এবার কলকাতা হয়ে বাড়ি ফিরবেন। সেভ ড্রাইভ সেফ লাইফ ও গাছ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে যুবকের এই দেশ ভ্রমণ বহু মানুষকে মানসিক ভাবে এগিয়ে যেতে, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অনেকটা সাহায্য করবে বলেই মত পথ চলতি সাধারণ মানুষের।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: সাইকেল নিয়েই দেশ ভ্রমণ যুবকের! লাদাখ থেকে ভুটান, ওড়িশা! দিলেন বিশেষ সুরক্ষা-বার্তা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement