Sadak Suraksha Abhiyan: সাইকেল নিয়েই দেশ ভ্রমণ যুবকের! লাদাখ থেকে ভুটান, ওড়িশা! দিলেন বিশেষ সুরক্ষা-বার্তা!
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: সেভ ড্রাইভ সেফ লাইফ এবং গাছ বাঁচানোর বার্তা নিয়ে যুবকের এই দেশ ভ্রমণ রীতিমতো নজর কেড়েছে সকলের।
উত্তর ২৪ পরগনা: লাদাখে মাইনাস ৩০ ডিগ্রি, কাশ্মীরে মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে সাইকেল চালিয়ে সারাদেশ তথা নেপাল ও ভুটান ঘুরে অবশেষে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দেখা মিলল বাংলার এক যুবকের। গত এক বছর আগে সেভ ড্রাইভ সেভ লাইফ ও গাছ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে সাইকেল নিয়ে দেশ ভ্রমণের উদ্দেশে বেরিয়েছিলেন সুপ্রিয় দাস।
এরপর একে একে ওড়িশা, কর্ণাটক তামিলনাড়ু গোয়া-পাঞ্জাব হরিয়ানা হয়ে কাশ্মীর লাদাখ হিমাচলের মতো দুর্গম পথও পাড়ি দিয়েছেন বছর বাইশের যুবক সুপ্রিয়, সঙ্গী শুধু সাইকেল। মেদিনীপুর জেলার খেজুরিতে বাড়ি তার। সাইকেল নিয়েই বিশ্বের সবথেকে উঁচু রাস্তা খারদুংলা পাসে পৌছয় সে। যার উচ্চতা সমুদ্র তল থেকে প্রায় ১৮ হাজার ফুট উপরে। পাশাপাশি ভারতের প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও ভ্রমণ করে অবশেষে বাড়ির পথে সুপ্রিয়।
advertisement
advertisement
সেভ ড্রাইভ সেফ লাইফ এবং গাছ বাঁচানোর বার্তা নিয়ে যুবকের এই দেশ ভ্রমণ রীতিমতো নজর কেড়েছে সকলের। তাই ঠাকুরনগর পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজের তরফে তাকে বিশেষ সম্বর্ধনাও দেওয়া হয়। পাশাপাশি তার এই সুদীর্ঘ পথ সাইকেলে অতিক্রম করায় তাকে বহু জায়গায়, যেমন ঠাকুরনগর জামদানি রোডের “একটু বসুন” ক্যাফেতেও দাঁড় করিয়ে বিশেষ সম্মান জানানো হয়।
advertisement
আরও পড়ুন: কাঁসার থালা-বাটিতে এই সব খাবার খাচ্ছেন? বিষাক্ত হয়ে যাচ্ছে না তো? চরম সর্বনাশ ঘটে যাবে! জানুন
যুবক জানান এবার কলকাতা হয়ে বাড়ি ফিরবেন। সেভ ড্রাইভ সেফ লাইফ ও গাছ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে যুবকের এই দেশ ভ্রমণ বহু মানুষকে মানসিক ভাবে এগিয়ে যেতে, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অনেকটা সাহায্য করবে বলেই মত পথ চলতি সাধারণ মানুষের।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2024 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: সাইকেল নিয়েই দেশ ভ্রমণ যুবকের! লাদাখ থেকে ভুটান, ওড়িশা! দিলেন বিশেষ সুরক্ষা-বার্তা!









