North 24 Parganas News: এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে গ্রেফতার ১১ জন বাংলাদেশি

Last Updated:

ধৃতদের মধ্যে রয়েছে ৪ জন মহিলা, ৩ জন পুরুষ ও ৪ জন শিশু। বিএসএফ তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করেছে।  

 ছবি প্রতিকী
 ছবি প্রতিকী
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে গ্রেফতার ১১। বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে বিএসএফের জালে ধরা পড়ল ১১ জন বাংলাদেশি নাগরিক। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত এলাকায়। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে এভাবেই চলছিল অবৈধভাবে যাতায়াতের চেষ্টা, শুক্রবার ভোরে ফের সেই ঘটনার পুনরাবৃত্তি।
সূত্রের খবর, শুক্রবার ভোররাতে একদল বাংলাদেশি নাগরিক তারালি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের টহলরত জওয়ানরা তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতরা ভারতের বিভিন্ন রাজ্য—মুম্বই, দিল্লি, হরিয়ানা ও কেরলের মতো জায়গায় কাজ করতেন। কেউ রাজমিস্ত্রি, কেউ দিনমজুর, আবার কেউ গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। সাম্প্রতিক সময়ে ভারতে বাড়তে থাকা পরিচয় যাচাই অভিযান এবং নথি সংক্রান্ত কড়াকড়ির কারণে তারা আতঙ্কে দেশ ছাড়ার চেষ্টা করেন বলে অনুমান করা হচ্ছে।
advertisement
ধৃতদের মধ্যে রয়েছে ৪ জন মহিলা, ৩ জন পুরুষ ও ৪ জন শিশু। বিএসএফ তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করেছে।  এদিকে, প্রশ্ন উঠছে—ভারতে ‘এসআইআর’ চালুর আতঙ্কেই কি তারা হঠাৎ দেশ ছাড়ার পরিকল্পনা করল? পুলিশ ও গোয়েন্দা বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে গ্রেফতার ১১ জন বাংলাদেশি
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement