North 24 Parganas News: চেনা রাস্তা এখন হয়েছে পুকুর! একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে ভরসা নৌকা, বর্ষায় বেহাল এই এলাকা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কোথাও হাঁটু সমান জল, কোথাও গলা সমান উঠেছে জল। এমন পরিস্থিতিতে চলাফেরা দূরস্ত, প্রয়োজনে নৌকাই হয়েছে এলাকাবাসীর চলাচলের ভরসা। এমনই বেহাল অবস্থার ছবি ধরা পড়ল জেলা সদর শহর বারাসাত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বামনগাছিতে।
উওর ২৪ পরগনা: দিন কয়েক আগেও সেখানে ছিল রাস্তা। সারাদিন ট্রেন যাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন চলাফেরা করতেন। সেই গোটা এলাকা এখন কার্যত রূপ নিয়েছে সুবিশাল পুকুরের। কোথাও হাঁটু সমান জল, কোথাও গলা সমান উঠেছে জল। এমন পরিস্থিতিতে চলাফেরা দূরস্ত, প্রয়োজনে নৌকাই হয়েছে এলাকাবাসীর চলাচলের ভরসা।
এমনই বেহাল অবস্থার ছবি ধরা পড়ল জেলা সদর শহর বারাসাত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বামনগাছিতে। টানা ভারী বৃষ্টিতে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। তারমধ্যে বামনগাছির ছোট জাগুলিয়া পঞ্চায়েত এলাকার অবস্থা যেন সবচেয়ে শোচনীয়। হাঁটু থেকে কোমর সমান জল জমে রয়েছে রাস্তা-ঘাটে। একপ্রকার বাধ্য হয়েই রাস্তায় নৌকা চালিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দরে কাঁচ ভাঙলেন কেন? ধৃত বাংলাদেশি যুবককে জেরায় যা উঠে এল…চমকে উঠলেন তদন্তকারীরা
বৃষ্টি ও জল জমার কারণে স্কুল পড়ুয়াদের পড়াশোনাও প্রায় বন্ধের মুখে। কষ্ট করেই যাতায়াত করছেন সকলে। চারিদিকে এত জল যে চেনা রাস্তায় পথ চলাও দুষ্কর হয়ে পড়েছে। রেললাইনের পথ ধরে স্কুলে পৌঁছতে দেখা যাচ্ছে পড়ুয়াদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জমা জল কাড়ল প্রাণ! দুই শিশুর অকাল প্রয়াণে কি খুলবে প্রশাসনের চোখ? ফুঁসছে এলাকাবাসী
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষায় একই ছবি দেখা গেলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বারবার প্রশাসন ও পঞ্চায়েতকে জানিয়েও মিলছে না সাড়া। এবছরও বৃষ্টি শুরু হতেই জলমগ্ন হয়েছে এলাকা। অথচ পঞ্চায়েতের কেউ এখনও এসে খোঁজ নেননি বলেই অভিযোগ তাঁদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে ছোট জাগুলিয়া পঞ্চায়েতের প্রধান অমল দাস বলেন, “প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আমরা কখনই যেতে পারব না। তবে স্থানীয়দের কথা মাথায় রেখে অতি দ্রুত জল নিষ্কাশনের প্রক্রিয়া শুরু হয়েছে”। তবে শুধু বামনগাছি নয়, পাশের দত্তপুকুর পঞ্চায়েতের কাশিমপুর এলাকায়ও একই পরিস্থিতি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জল সরানোর কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। তবে এমন অবস্থায় বেহাল জনজীবন, তাই নৌকাই এলাকাবাসীদের চলাচলের অন্যতম ভরসা হয়ে উঠেছে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2025 9:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: চেনা রাস্তা এখন হয়েছে পুকুর! একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে ভরসা নৌকা, বর্ষায় বেহাল এই এলাকা









