বিধায়কের কারসাজি? এলাকায় নোংরা কাজকর্মে মদত? নিজেদের পোস্টার নিজেরাই ছিঁড়ে অন্যের ঘাড়ে চাপানো? জানুন কী অবস্থা দেগঙ্গায়
- Published by:Madhab Das
- local18
Last Updated:
এলাকায় মদের ঠেক বন্ধের প্রতিবাদে মারধর, খুনের হুমকি দেন দুষ্কৃতীরা। প্রতিবাদে ব্যস্ততম রাজ্য সড়ক টাকি রোড অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, ঘটনায় উত্তেজনা।
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: এলাকায় মদের ঠেক বন্ধের প্রতিবাদে মারধর, খুনের হুমকি দেন দুষ্কৃতীরা। প্রতিবাদে ব্যস্ততম রাজ্য সড়ক টাকি রোড অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, ঘটনায় উত্তেজনা। বিধায়ক রবিউল ইসলামের ছবি সহ ফ্লেক্স লাগিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিস নিজে ভাঙচুর করে এলাকাবাসীর উপড় চাপানোর চেষ্টা। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ।
দেগঙ্গা থানার বেলিয়াঘাটা বাজার এলাকায় এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতী এলাকায়, মদ, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজে লিপ্ত। স্থানীয় এক ব্যক্তি অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাকে মারধর করে দুষ্কৃতীরা। থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আক্রান্ত ব্যক্তি সহ অন্যান্যরা।
advertisement
advertisement
থানায় অভিযোগ দায়ের করার পর দুষ্কৃতীরা এলাকাবাসীদের খুনের হুমকি দেয় বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার ওই এলাকার বিধায়ক রবিউল ইসলামের ছবি টাঙানো দলীয় অফিস নিজেরা ভেঙে এলাকাবাসীর উপর চাপানোর চেষ্টা। দুষ্কৃতীদের গ্ৰেফতারের দাবিতে ক্ষিপ্ত এলাকাবাসীর ব্যস্ততম রাজ্য সড়ক টাকি রোড অবরোধ করে বিক্ষোভ ও মদের ঠেকে হামলা চালায়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
advertisement
এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ এবং তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শেষমেশ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের মদতে বাড়বাড়ন্ত দুষ্কৃতীদের। জোর করে স্থানীয়দের কাছে মুচলেকায় সই করানোর অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিধায়কের থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 8:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিধায়কের কারসাজি? এলাকায় নোংরা কাজকর্মে মদত? নিজেদের পোস্টার নিজেরাই ছিঁড়ে অন্যের ঘাড়ে চাপানো? জানুন কী অবস্থা দেগঙ্গায়