Mysterious Death: আমবাগানে ওটা কী! কাছে যেতেই হাড়হিম সকলের, যশোর রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Mysterious Death: দত্তপুকুর টালিখোলা এলাকায় বুলবুল কমিউনিটি হলের মালিক সমীর পাল ওরফে বুলবুল পালকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বুলবুল কমিউনিটি হল চত্তরের আম বাগানে থেকে ঝুলতে দেখা যায়। আর তা দেখতে পান পরিবারের সদস্যরা। খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের, ঘটনার প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।
উত্তর ২৪ পরগনা: হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে তাঁর হাতের কাজ রয়েছে। ফাইবারের কাজ তাঁর থেকে শিখেছেন একাধিক শিল্পীরা। দত্তপুকুর এলাকার এই জনপ্রিয় মানুষকে এদিন সকালে নিজের কমিউনিটি হল এলাকার আম বাগানের গাছে ঝুলতে দেখা যায়। তবে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।
জানা গিয়েছে, দত্তপুকুর টালিখোলা এলাকায় বুলবুল কমিউনিটি হলের মালিক সমীর পাল ওরফে বুলবুল পালকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বুলবুল কমিউনিটি হল চত্তরের আম বাগানে থেকে ঝুলতে দেখা যায়। আর তা দেখতে পান পরিবারের সদস্যরা। খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের, ঘটনার প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অবরোধের জেরে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক যশোর রোড। ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশের বিশাল বাহিনী।
advertisement
আরও পড়ুন- চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন
advertisement
পরিবার ও স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।পরিবার-সহ এলাকারবাসীদের দাবি, বুলবুল পাল এমন কাজ করতে পারে না। গতকালও পরিবারের সঙ্গে ঠিকঠাক কথা বলেন তিনি, তার স্ত্রীর সঙ্গেও অন্যান্যদিনের মত স্বাভাবিক ছিলেন। রাত সাড়ে ন’টা নাগাদ পরিবার ফোন করলে বুলবুল পাল জানান, তিনি বাড়ি ফিরবেন না, কারণ অফিসে কাজ আছে। পরবর্তীতে তিনি একটি মেসেজ পাঠায় এক আত্মীয়ের মোবাইলে, সেখানে বলেন তিনি অসুবিধার মধ্যে আছেন। বাড়ি ফিরতে পারছেন না। এদিন দেহ উদ্ধার হতেই এই মেসেজ থেকে মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে সকলের মধ্যে।
advertisement
এরপরই বুলবুল পালের মৃত্যু নিয়ে খুনের অভিযোগ তোলে পরিবারসহ এলাকাবাসীরা। মৃত্যুর সঠিক তদন্ত করুক পুলিশ প্রশাসন, পাশাপাশি ফরেনসিক প্রতিনিধিদের হাতেও তদন্তভার দেওয়া হোক বলে দাবি পরিবার-সহ এলাকাবাসীর। শেষ পাওয়া খবর পর্যন্ত যশোর রোডে চলছে অবরোধ।
Rudra Nrayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 1:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mysterious Death: আমবাগানে ওটা কী! কাছে যেতেই হাড়হিম সকলের, যশোর রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর