বিদ্যুতের খুঁটিতে বেঁধে এলোপাথাড়ি মার! যন্ত্রণায় তারস্বরে চিৎকার, যুবকের অপরাধ কী জানেন?
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Theft Incident: বসিরহাটের আর এন রোডের একটি মার্কেটের মধ্যে থেকে সাইকেল চুরি করে নিয়ে যায় এই যুবক। চোর ধরতে সাইকেলের মালিক বাজার এলাকার মধ্যে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন।
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: সিসিটিভি ক্যামেরার ছবি দেখে ধরা পড়ল সাইকেল চোর। চোরকে ধরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেধড়ক মারধর করল ক্ষিপ্ত এলাকাবাসী। এরপর চোরকে পুলিশের হাতে তুলে দিলেন তাঁরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার আর এন রোড এলাকায় ।
আরও পড়ুনঃ কচুরিপানার ঝোপ থেকে উদ্ধার দু’দিন ধরে নিখোঁজ টোটো চালকের দেহ! জলে পচে বীভৎস চেহারা
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট বিকেল ৪টে নাগাদ আর এন রোডের একটি মার্কেটের মধ্যে থেকে একটি সাইকেল চুরি করে নিয়ে যায় এই যুবক। চোর ধরতে সাইকেলের মালিক-সহ এলাকার আরও কয়েকজন মিলে বাজার এলাকার মধ্যে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন। আর সেখানেই মেলে চোরের দেখা। গোটা চুরির ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয়। পরের দিন শুক্রবার স্থানীয়দের হাতে ধরা পড়ে যুবক।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতালে কখন কে ঢুকছে, কে বেরচ্ছে সবই এখন নজরদারিতে! ২৪ ঘণ্টা নজর রাখবে ‘তারা’
এরপর তাকে ঘটনাস্থলে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে স্থানীয় লোকজন। যন্ত্রণায় তারস্বরে চিৎকার করতে থাকে সে। এলাকার মানুষের কাছে এবং সাইকেল মালিকের কাছে যুবক স্বীকার করেছে যে, সে-ই এই সাইকেল চুরি করেছে। শুধু তাই নয় ৩০০ টাকায় সাইকেলটি বিক্রিও করেছে। এরপর বসিরহাট থানার পুলিশ এসে যুবককে উদ্ধার করে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 9:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদ্যুতের খুঁটিতে বেঁধে এলোপাথাড়ি মার! যন্ত্রণায় তারস্বরে চিৎকার, যুবকের অপরাধ কী জানেন?