জমি মাফিয়াদের বাড়...! এবার দিনের আলোয় যা কাজকর্ম, ছুটে যেতে হল পুলিশ-বন দফতর সবাইকে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
এলাকায় বিনা অনুমতিতে বৃক্ষচ্ছেদনের খবর পেয়ে ঘটনাস্থলে বাসুদেবপুর থানার পুলিশ। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বিচারে চলছে বৃক্ষছেদন।
শ্যামনগর: এলাকায় বিনা অনুমতিতে বৃক্ষচ্ছেদনের খবর পেয়ে ঘটনাস্থলে বাসুদেবপুর থানার পুলিশ। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বিচারে চলছে বৃক্ষছেদন। এবার একের পর এক জমিতে গাছ কাটার পাশাপাশি কাঠ চুরির থাবা বসাচ্ছে জমি হাঙররা। ঘটনাটি ঘটে চলেছে, উওর ২৪ পরগনা জেলার শ্যামনগর বাসুদেবপুর থানার অন্তর্গত জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর সংসদের নীলতলায়।
জানা গিয়েছে, ওই অঞ্চলের সুবিশাল একটি বাগানে থাকা শতাব্দী প্রাচীন বড় বড় গাছ নির্দ্বিধায় কেটে ফেলার অভিযোগ উঠেছে জমি হাঙরদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাগানের দেওয়ালে ছোট বড় প্লটে জমি বিক্রির বিজ্ঞপ্তিও লাগান হয়েছে বিনা অনুমতিতে। তবে এই সুবিশাল বাগানটি জগদীশ মিত্রের বাগান হিসেবেই এলাকায় পরিচিত। অভিযোগ, সকাল থেকেই জগদীশ মিত্রের বাগানে গাছ কাটার কাজ চলছিল। খবর পেয়ে ওই বাগানে হানা দেয় বাসুবদেবপুর থানার পুলিশ। অবৈধভাবে গাছ কাটার কাজে ঠিকাদার নিযুক্ত দুইজন কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: ১২ দিনেই পাট পচে উজ্জ্বল সোনালি আঁশ…! চাষিদের কাজ সহজ করতে এবার এসে গেল দুর্দান্ত জৈবিক দ্রবণ
advertisement
এদিকে গাছ কাটার খবর পেয়েই ছুটে আসেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বন দফতরের আধিকারিকরা। নিয়ম অনুযায়ী তাঁরা একটা নোটিশ ধরিয়ে দিয়ে চলে যান। বন দফতরের আধিকারিকরা বলেন, অভিযোগ পেয়েই তাঁরা তদন্তের জন্য তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসেছেন। নোটিশ ধরিয়ে গাছ কাটার কাজে যুক্তদের অফিসে দেখা করতে বলা হয়েছে। কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী বলেন, গাছ কাটার বিষয় পঞ্চায়েতের এক্তিয়ারের মধ্যে পড়ে না। তাছাড়া পঞ্চায়েত থেকে ওরা গাছ কাটার জন্য অনুমতিও নেয়নি। প্রশাসনকে বলব খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই গাছ কাটা বা কাঠ চুরির বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে প্রশাসন? যা আমাদের অক্সিজেনের দাতা, তাদের কী এভাবেই দিনের পর দিন হারিয়ে ফেলতে হবে এই জমি হাঙ্গরদের কারণে? গাছ প্রেমী এবং সমাজ সচিন্তকরা প্রকৃতির বিরুদ্ধে হয়ে চলা এমন অন্যায়ের প্রতিবাদে আদৌ ব্যবস্থা গ্ৰহণ করে কিনা! এখন সেটাই প্রশ্ন।
advertisement
শুভজিৎ সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 2:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমি মাফিয়াদের বাড়...! এবার দিনের আলোয় যা কাজকর্ম, ছুটে যেতে হল পুলিশ-বন দফতর সবাইকে