North 24 Parganas News: ছোট্ট অসাবধানতা থেকে রক্তারক্তি কাণ্ড! জেনারেটর কাড়ল বৃদ্ধার প্রাণ, বনগাঁয় আনন্দ উৎসব পরিণত হল শোকে

Last Updated:

North 24 Parganas News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্তনের তালে তালে হাঁটতে হাঁটতে আচমকা একটু অসুস্থ বোধ করেন ওই বৃদ্ধা। বিশ্রাম নেওয়ার জন্য পাশেই চলতে থাকা ইলেকট্রিক জেনারেটর ভ্যানের উপরে উঠে বসেন। সেখানেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

জেনারেটর
জেনারেটর
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: খুনি জেনারেটর প্রকাশ্যে কেড়ে নিল একটি প্রাণ! নগরকীর্তনের আনন্দ মুহূর্তে শোকের চেহারা নিল। মর্মান্তিকভাবে মৃত্যু হল বছর সত্তরের বৃদ্ধা কানন বালা দে-র।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হরিনাম সংকীর্তন ও নগরকীর্তনের জন্য আবির মেখে এলাকার মানুষজন বের হন। সেই দলে ছিলেন বৃদ্ধা কানন বালা দে-ও। কীর্তনের তালে তালে হাঁটতে হাঁটতে আচমকা একটু অসুস্থ বোধ করেন তিনি। বিশ্রাম নেওয়ার জন্য পাশেই চলতে থাকা ইলেকট্রিক জেনারেটর ভ্যানের উপরে উঠে বসেন। কিন্তু সেখানেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুনঃ সাঁতরাগাছি ঝিলের চেনা ছবি উধাও! এই বছর নাও দেখা যেতে পারে পরিযায়ী পাখি, পক্ষীপ্রেমীদের জন্য খারাপ খবর
জেনারেটরের চলন্ত চাকায় হঠাৎ তাঁর চুল জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে মাথা ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কানন বালা দেবীর। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন কীর্তন দলের সদস্যরা। উৎসবের আনন্দ মুহূর্তই বিষাদে পরিণত হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আকস্মিক এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন ঘটনায় কীর্তন দলের সদস্যরা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সকলেই হতবাক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ছোট্ট অসাবধানতা থেকে রক্তারক্তি কাণ্ড! জেনারেটর কাড়ল বৃদ্ধার প্রাণ, বনগাঁয় আনন্দ উৎসব পরিণত হল শোকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement