No Bag Day: ব্যাগের বোঝা ছাড়াই স্কুল! পড়ুয়াদের মন ভাল করতে অভিনব উদ্যোগ রাজ্যের এই স্কুলের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
প্রতিদিন বাচ্চাদের কাঁধে চাপছে ব্যাগের ভার, বোঝা কমাতে বিদ্যালয়ে এই অভিনব আয়োজন।
পশ্চিম মেদিনীপুর: দিনের পর দিন বাচ্চাদের উপর চাপছে বইয়ের ভার। দিন দিন ব্যাগের ওজন ক্রমশই বেড়ে চলেছে। স্বাভাবিকভাবে পড়ার এই বাড়তি চাপে পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা। তাই পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক এক গ্রামীণ এলাকার প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগ ভাবিয়ে তুলেছে সকলকে। পড়াশোনার চাপ থেকে একটা দিন ছোট্ট ছোট্ট শিশুদের মুক্তি দিতে উদ্যোগী বিদ্যালয়। যেখানে থাকবে না ভারী ব্যাগ বয়ে আনার ঝামেলা, থাকবে না পড়ার চাপ। মনের মত করে পড়াশোনাকে উপভোগ করতে পারবে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন এক মহতী উদ্যোগকে সাধুবাদ চালিয়েছেন সকলে। আগামীতে অন্যান্য বিদ্যালয়ে এবং অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের কাছে এক নতুন ভাবনা বিদ্যালয়ের।
ছাত্র-ছাত্রীদের পড়াশোনার চাপ থেকে একটু রেহাই দিতে প্রতিমাসে নো ব্যাগ ডে সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই চলতি মাস থেকে শুরু হয়েছে এই বিশেষ ভাবনা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ভগবতী দেবী শিক্ষা নিকেতনের উদ্যোগে এই বিশেষ ভাবনা। যেখানে মাসে নির্দিষ্ট একটি দিন স্কুল ব্যাগ ছাড়াই বিদ্যালয়ে আসবে পড়ুয়ারা। যেখানে খেলার ছলে পড়াশোনা এবং বিভিন্ন বৃত্তিমূলক পাঠ দেবেন শিক্ষক শিক্ষিকারা। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য এমন আয়োজন বিদ্যালয়ে।
advertisement
advertisement
তবে জানেন, কি এই নো ব্যাগ ডে? ছাত্র-ছাত্রীদের জীবনে এক অপরিহার্য অংশ স্কুল ব্যাগ। যেখানে বই, খাতা, পেন্সিল, পেন গুছিয়ে বাড়ি থেকে বিদ্যালয়ে আসে পড়ুয়ারা। তবে নিত্যদিন সেই ব্যাগের ভার বাড়ছে। বাড়ছে বইয়ের চাপ, পড়াশোনার অত্যাধিক চাপে নাজেহাল খুদে শিশুদের মন। বাড়তি চাপের কারণে পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা। তাই তাদের মধ্যে এই পড়াশোনা ব্যবস্থাকে আরও সুন্দর ও সহজ করতে অভিনব উদ্যোগ বিদ্যালয়ের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিমাসে নো ব্যাগ ডে পালন করবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শুধু পুঁথিগত শিক্ষা নয়, এই পুঁথিগত শিক্ষা ছাড়াও ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ, শারীরিক উন্নতি, খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই নো ব্যাগ ডে উদযাপন। স্বাভাবিকভাবে প্রান্তিক এলাকায় এই বিদ্যালয়ের ভাবনা আগামীতে অন্যান্য বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এক নতুন ভাবনা। বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 6:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
No Bag Day: ব্যাগের বোঝা ছাড়াই স্কুল! পড়ুয়াদের মন ভাল করতে অভিনব উদ্যোগ রাজ্যের এই স্কুলের