Canning Snake Man: সাপের কামড়ে প্রাণ যাচ্ছিল, সেই নিরঞ্জনই এখন ক্যানিংয়ের 'স্নেক ম্যান'

Last Updated:

এলাকায় কারও বাড়িতে সাপ (Snake) দেখা দিলেই ডাক পড়ে নিরঞ্জনের৷ সঙ্গে সঙ্গে লোহার শিক আর সাইকেল নিয়ে সাপ ধরতে হাজির হয়ে যান তিনি৷

এ ভাবেই সাপেদের নিয়ে দিন কাটে নিরঞ্জন সর্দারের৷
এ ভাবেই সাপেদের নিয়ে দিন কাটে নিরঞ্জন সর্দারের৷
#ক্যানিং: স্নেক ম্যান হিসেবেই তাঁকে চেনে ক্যানিং৷ সাপ (Snakes) উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া থেকে শুরু করে আহত, অসুস্থ সাপের সেবা, শুশ্রুষা করা, নিরঞ্জন সর্দারের উপরে চোখ বুজে ভরসা করেন ক্যানিংবাসী৷ অথচ কয়েক বছর আগে সাপের কামড় খেয়ে এই নিরঞ্জনই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন৷ তার পর থেকেই সাপের প্রতি তাঁর টান যেন আরও বেড়ে গিয়েছে৷
ক্যানিং থানার (South 24 Parganas) এক নম্বর দিঘিরপাড়ের জয়দেব পল্লির বাসিন্দারা নিরঞ্জন সর্দার৷ দীর্ঘ কয়েক বছর ধরে তিনি একপ্রকার সাপের সঙ্গে ঘর করছেন, সাপ তাঁর সব সময়ের সঙ্গী। সাপের ক্ষতি না করার জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালান পেশায় মাছ ব্যবসায়ী নিরঞ্জন বাবু৷ সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে সোজা হাসপাতালে যাওয়ার জন্যও মানুষকে বোঝান তিনি৷
advertisement
আরও পড়ুন: এ নিয়ে তৃতীয়বার মা হল শিলা, এবার জন্ম দিল ৫ রয়্যাল বেঙ্গল টাইগারের
advertisement
ক্যানিংয়ের খুচরো বাজারে একটি ছোট মাছের দোকান রয়েছে নিরঞ্জনবাবুর৷ সকাল থেকে ব্যবসা সামলানোর পর অবসর সময়ে সাপেদের সঙ্গে কাটে তাঁর৷ ভাঙাচোরা দরমার বেড়ার ঘরে বাস নিরঞ্জনবাবুর৷ সেখানেও তাঁর সঙ্গী সাপ৷ মাছের দোকান থেকে যেটুকু আয় হয়, তাই দিয়ে স্ত্রীকে নিয়ে সংসার চলে যায়৷ পাশাপাশি সাধ্যমতো সাপেদের সেবাও করেন নিরঞ্জন৷
advertisement
এলাকায় কারও বাড়িতে সাপ দেখা দিলেই ডাক পড়ে নিরঞ্জনের৷ সঙ্গে সঙ্গে লোহার শিক আর সাইকেল নিয়ে সাপ ধরতে হাজির হয়ে যান তিনি৷ নিরঞ্জন সর্দারের এই কাজকে প্রশংসায় ভরিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরাও৷ নিরঞ্জন সর্দারকে তাই এলাকাবাসী স্নেক ম্যান বলেই চেনেন৷
নিরঞ্জন সর্দারের কথায়, 'সাপ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে৷ মানুষেরও অনেক উপকার করে৷ কিন্তু তা না বুঝেই আমরা ভয় পেয়ে সাপকে মেরে ফেলছি৷'
advertisement
স্থানীয় চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, 'এই কাজে ওনার মৃত্যুর সম্ভাবনাও রয়েছে৷ তাও গত তিরিশ বছর ধরে নিরলস ভাবে উনি সাপ নিয়ে মানুষকে সচেতন করে চলেছেন৷'
Anup Biswas
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Canning Snake Man: সাপের কামড়ে প্রাণ যাচ্ছিল, সেই নিরঞ্জনই এখন ক্যানিংয়ের 'স্নেক ম্যান'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement