NIA arrest TMC worker: গোপনে বাড়িতে এসেছিলেন পলাতক তৃণমূল কর্মী! তক্কে তক্কে ছিল এনআইএ, খবর পেয়েই গ্রেফতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
২০২৩ সালের মে মাসে ময়নার বাকচা গ্রামে গুলি করে খুন করা হয় বিজেপির স্থানীয় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে৷
ময়না: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করল এনআইএ৷ ধৃত ওই তৃণমূল কর্মীর নাম নবকুমার মণ্ডল৷ মঙ্গলবার সন্ধ্যায় ময়নার বাকচা গ্রামের বাড়ি থেকেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷
২০২৩ সালের মে মাসে ময়নার বাকচা গ্রামে গুলি করে খুন করা হয় বিজেপির স্থানীয় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে৷ এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ বিজেপির বুথ সভাপতির হত্যাকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই নির্দেশই বহাল রাখে৷
advertisement
advertisement
তদন্তে নেমে আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এনআইএ৷ গ্রামে ক্যাম্প করে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তও চালায় তারা৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অন্যতম অভিযুক্ত তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল৷
সূত্রের খবর, কয়েকদিন আগে গোপনে বাকচা গ্রামের বাড়িতে আসেন নবকুমার মণ্ডল৷ সেই খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় এনআইএ-এর একটি দল৷ বাড়ি থেকেই গ্রেফতার করা হয় নবকুমারকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2024 12:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NIA arrest TMC worker: গোপনে বাড়িতে এসেছিলেন পলাতক তৃণমূল কর্মী! তক্কে তক্কে ছিল এনআইএ, খবর পেয়েই গ্রেফতার