#নয়াদিল্লি: রামনবমী মিছিল উপলক্ষ্যে উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল-রানীগঞ্জ এলাকা ৷ এই মিছিল ঘিরে শুরু হয় গোষ্ঠীসংঘর্ষ ৷ সেই সংঘর্ষের জেরে রাজনৈতিক তরজাও তুঙ্গে ৷ এবার সেই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তে নামল ন্য়াশনাল হিউম্যান রাইটস কমিশন ৷ রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল এনএইচআরসি(NHRC) ৷ পাশাপাশি রাজ্যের ডিজিকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই ঘটনার তদন্ত খুব তাড়াতাড়ি করা হয় ৷ একটি তদন্তকারী দল গঠন করে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
গত রবিবার রামনবমীর মিছিলকে ঘিরে গোষ্ঠীসংঘর্ষ হয় ৷ সেই গোষ্ঠীসংঘর্ষের জেরে তিনদিন একেবারে অবরুদ্ধ থাকে আসানসোল ৷ শহরজুড়ে চলেছে পুলিশি টহলদারি ৷ এমনকী, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৪৪ ধারা জারি করা হয় ৷ আসানসোলের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি দলের নেতা নেত্রীরা ঘটনাস্থলে যান ৷ তারা দাবি করেছেন, পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা না নেওয়ার জেরেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গিয়েছে ৷
যদিও এখন ছন্দে ফিরছে রাজনৈতিক দলগুলি ৷ সম্প্রতি আসানসোল-রানীগঞ্জের যে সমস্ত এলাকায় অশান্তির খবর মিলেছিল ৷ সেই সমস্ত এলাকা খতিয়ে দেখেন কেশরীনাথ ত্রিপাঠী ৷ এমনকী, স্থানীয় পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা, জেলাশাসক শশাঙ্ক শেঠি ও আইজি রাজীব মিশ্রের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, NHRC, Raniganj, West bengal