#মুর্শিদাবাদ: পেট পুরে খাওয়া দাওয়ার পর আমন্ত্রিতদের হাতে একটি করে হেলমেট ও একটি মেহগনি গাছ দিয়ে আপ্যায়ন করছেন স্বয়ং নবদম্পতি। সালার থানার সিভিক পুলিশে কর্মরত অটল বিহারী দাসের বৌভাতের অনুষ্ঠানে এভাবেই আমন্ত্রিতদের আপ্যায়ন করা হয় বৃহস্পতিবার রাতে।বৌ ভাতের অনুষ্ঠানের প্যান্ডেলের সামনেই সেভ লাইফ সেভ ড্রাইভ প্রচার যেমন ছিল, ঠিক তেমনি গাছ লাগান প্রাণ বাঁচান, বাল্যবিবাহ দেবেন না এই হোডিং-এ ছয়লাপ ছিল অনুষ্ঠান বাড়ি। সালারের সোনারূন্দী গ্রামের অটল দাসের মঙ্গলবার বিয়ে হয় রামপুরহাটে রুমকি দাস এর সাথে। অটল দাস দীর্ঘদিন ধরে সালার থানায় সিভিক পুলিশে কর্মরত। চাকরি করার সূত্রে তারক উপলব্ধি সেভ লাইফ সেভ ড্রাইভ নিয়ে যতই প্রচার করা হোক না কেন সবাই চেষ্টা না করলে এ ব্যাধি দূর করা সম্ভব নয়। আর সেই কারণেই অটল তার বিয়েতে সামাজিক দায়িত্ব পালনে এই আনন্দ অনুষ্ঠান কেই বেছে নেন।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Helmet, Newly married, Return Gift, Tree sapling