গাফিলতির জেরে সদ্যোজাতর মৃত্যু! কাঠগড়ায় কল্যাণীর জেএনএম হাসপাতাল
Last Updated:
গাফিলতির জেরে সদ্যোজাতর মৃত্যু! কাঠগড়ায় কল্যাণীর জেএনএম হাসপাতাল
#কল্যাণী: গাফিলতির জেরে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল কল্যাণীর জেএনএম হাসপাতালে। কাঠগড়ায় চিকিৎসক-নার্স-আয়ারা। প্রসূতি ও সদ্যোজাতর প্রয়োজনীয় চিকিৎসা করেননি চিকিৎসক। কথায় কথায় মোটা টাকা দাবি করেছেন বেসরকারি আয়ারা, চিকিৎসক-নার্সের গা ছাড়া ভাব, চিরকুটে লিখে ইউএসজি’র নির্দেশ। এমনই নানা অভিযোগে গণস্বাক্ষর নিয়ে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানিয়েছে পরিবার।
উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের নতুনগ্রামের বাসিন্দা শর্মিলা সাহা। তিনি প্রসব যন্ত্রনা নিয়ে ১২ জুন শ্যামনগর গোলঘর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১২ জুন কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
রোগির পরিবারের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক হলেও, শর্মিলাকে ঠিকমতো পরীক্ষাই করতে চাননি চিকিৎসক। অবহেলা করেছেন নার্সরাও। আয়ারা কথায় কথায় টাকা নিয়েছেন। ১৩ জুন সন্ধেয় সিজার হওয়ার পর পুত্র সন্তানের জন্ম দেন শর্মিলা। চিকিৎসকরা জানান বাচ্চার অবস্থা আশঙ্কাজনক এবং কিছুক্ষণ পরই শিশুর মত্যু হয়।
advertisement
advertisement
এই ঘটনার পর, রাতেই হাসপাতাল চত্ত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। এখন শর্মিলা সাহার অবস্থা স্থিতিশীল। হাসপাতালের একাধিক রোগির আত্মীয় গণস্বাক্ষর করে চিকিৎসক, আয়া ও নার্সদের বিরুদ্ধে গাফিলতি ও অসহযোগিতার লিখিত অভিযোগ জমা দিয়েছেন হাসপাতাল সুপার সুবিকাশ বিশ্বাসের কাছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2018 2:56 PM IST