New Business Idea: ফেলে দেওয়া জিনিস দিয়ে অর্থ উপার্জনের নতুন দিশা! স্বনির্ভর হচ্ছেন মহিলারা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
New Business Idea: মাত্র ছয় দিনের প্রশিক্ষণ নারকেল সেলের তৈরি হাতের কাজ, সরকারিভাবে নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মহিলাদের প্রশিক্ষণ শিবির, পাঁচলার গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রমে।
হাওড়া: কোকোনাটসেল বা নারকেল মালার কাজ শিখে মহিলারা উপার্জন করবে হাজার হাজার টাকা! মাত্র ছয় দিনের প্রশিক্ষণেই কামাল। গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত নারকেল ও নারকেল গাছ। হাওড়া জেলার গ্রামাঞ্চলে যে দিকেই তাকানো যাবে নারকেলে গাছ চোখে পড়বে। যদিও দক্ষিণ ভারত অর্থাৎ কেরালায় নারকেল চাষের জন্য বিখ্যাত। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নারকেল চাষ হয়ে থাকে। বিশেষ করে দক্ষিণবঙ্গে নারকেলের প্রচুর চাষ হয়। এখানে নারকেল বাগান কম থাকলেও অন্যান্য চাষ আবাদি জমি ও পুকুরপাড় সীমানা বরাবর নারকেল গাছ দেখা যায়।
অর্থকারী ফসল হিসাবে নারকেল বেশ গুরুত্বপূর্ণ। আবার এর উপকারিতাও প্রচুর। তাই গ্রামাঞ্চলে নারকেল গাছ ব্যাপক ভাবে দেখা যায়। নারকেল ও নারকেল গাছের কোন অংশই ফেলনা নয়। পাতা থেকে কাণ্ড এবং নারকেল শাঁস থেকে ছোবড়া। বর্তমান সময়ে নারকেল মালার গুরুত্ব অপরিসীম। নারকেল মালার সাহায্যে শৈল্পিক নিপুন দক্ষতায় বিভিন্ন হাতের কাজ। সংসারের ব্যবহৃত জিনিস এবং ঘর সাজানো জিনিস। সঠিক কৌশল জানলেই খুব সহজে নারকেল মালা দিয়ে জিনিস তৈরি করা সম্ভব।
advertisement
ধৈর্য এবং শৈল্পিক দক্ষতা থাকলেই নারকেল মালার হাতের কাজ শিখে মালামাল হতে পারেন মহিলারা। নারকেল মালা বা সেল থেকে তৈরি হাতের কাজের চাহিদা ব্যাপক। এই সমস্ত জিনিসের দামও মন্দ নয়। ফলে উদ্যোগীদের লাভবান হওয়ার সুযোগ প্রচুর। সেই দিক গুরুত্ব রেখে নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মহিলাদের প্রশিক্ষণ। ছ’দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এবং পুরস্কার জেতার সুযোগ। এতে শৈল্পিক দক্ষতা থাকলে উচ্চতর পর্যায়ে পৌঁছানোর সুযোগ। ফলে এই নারকেল মালার তৈরি হাতের কাজের মধ্য দিয়ে গ্রামীণ মহিলাদের ভবিষ্যৎ হতে পারে উজ্জ্বল।
advertisement
advertisement
নারকেল মালা বা নারকেল সেল দিয়ে তৈরি হচ্ছে কাপ প্লেট নানা পাত্র টেবিলল্যাম্প সহ আরও আকর্ষণীয় জিনিস। যে সমস্ত জিনিসে চোখ পড়লে সহজে চোখ ফেরানো দায়। এছাড়াও বর্তমান সময়ে নারকেল মালার তৈরি অলংকারের দারুন চাহিদা। নারকেল মালা বা নারকেল সেল সংগ্রহ করে ফাইল এর সাহায্যে মাজা-ঘষা করে তাকে কাটিং করার পর আঠার সাহায্যে জোর লাগিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সামগ্রি। বাড়িতে বসে এই কাজ মহিলাদের জন্য বেশ সুবিধাজনক। তাই মহিলাদের স্বনির্ভর করতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির।
advertisement
এ প্রসঙ্গে নারকেল উন্নয়ন পর্ষদ আধিকারিক শ্রীতমা বিশ্বাস জানান,”মাত্র ছ’দিনের প্রশিক্ষণ হলেও যে সমস্ত মহিলাদের আগ্রহ থাকবে তারা হাতের কাজ শিখে খুব সহজে স্বনির্ভর হতে পারবে। নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। মহিলারা তাদের হাতে তৈরি জিনিস যাতে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারে। ট্রেড ফেয়ার বা স্টলের ব্যবস্থা। পাশাপাশি দেশে-বিদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগসূত্র করবে।”
advertisement
এ প্রসঙ্গে গোলাবাড়ি ভারত সেবাশ্রম ইনচার্জ গৌতম দাস জানান,”স্থানীয় মহিলারা এই নারকোল তেলের হাতের কাজ শিখতে দারুন আগ্রহী। স্থানীয় পিছিয়ে পড়া মানুষের জন্য ভারত সেবাশ্রম নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। তাই সারা বছর স্থানীয় মানুষ ভারত সেবাশ্রমের দিকে তাকিয়ে থাকে মানুষের সাহায্যার্থে ভারত সেবাশ্রম কোন উদ্যোগ গ্রহণ করছে। গত ১৬ ই ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ছ’দিনের নারকেল মালা বা সেলের হাতের কাজ তৈরীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে হাওড়া পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রমে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2024 9:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Business Idea: ফেলে দেওয়া জিনিস দিয়ে অর্থ উপার্জনের নতুন দিশা! স্বনির্ভর হচ্ছেন মহিলারা