Mud House: গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল, বর্ষায় নেই ভাঙার চিন্তা...! মাটির বাড়ি তৈরিতে নয়া টেকনিক, না জানলে ভোগান্তি আজীবন

Last Updated:

Mud House: বর্ষাকালে মাটির বাড়ি যেন এক অভিশাপ। তাহলে কি মাটির বাড়ি আর ব্যবহার করবেন না কেউ? মাটির বাড়ি কি হারিয়ে যাবে?

+
মাটির

মাটির বাড়ি তৈরির নতুন টেকনিক

বাঁকুড়া: বাঁকুড়ায় বর্ষা! এই বর্ষায় মাটির বাড়ি গলে যায়। মাটির বাড়ির পুরু দেওয়াল, গলতে গলতে পাতলা হতে থাকে। তারপর সেই দেওয়াল ধসে পড়ে। প্রচন্ড গ্রীষ্মে মাটির বাড়ি যেমন অন্য ধরনের এক প্রশান্তি দেয়। তেমনই বর্ষাকালে মাটির বাড়ি যেন এক অভিশাপ। তাহলে কী মাটির বাড়ি আর ব্যবহার করবেন না কেউ? মাটির বাড়ি মুছে যাবে? এই প্রশ্ন জাগতেই পারে আপনার মনে।
গ্রীষ্মকালে মাটির বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রা থেকে প্রায় ১০ ডিগ্রি কম হতে পারে, অপরদিকে শীতকালে মাটির বাড়ি গরম থাকে। সেই কারণে অত্যন্ত আরামদায়ক হয় মাটির বাড়ি। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর সিভিল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অসীম গোস্বামী বলেন, “মাটির বাড়ি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব!” প্রফেসর বলেন, “মাটির বাড়ি ধরে রাখার কোনও বাইন্ডিং এজেন্ট থাকে না। সেই কারণে ধসে যেতে পারে মাটির বাড়ি। তবে ‘কম্প্রেসড আর্থ ব্লকের’ মাধ্যমে করা যেতে পারে সমস্যার সমাধান।”
advertisement
advertisement
কম্প্রেসড আর্থ ব্লক অর্থাৎ খুবই ঘন ভাবে মাটি কম্প্রেস করে ইটের আকারে তৈরি করা ব্লক। ঘনত্ব বেশি হওয়ার কারণে সাধারণ কাদামাটির চেয়ে বেশি স্টেবিলিটি এবং কাদামাটির থার্মাল গুণাবলী দুই থাকবে এই ব্লকের মধ্যে। ফলে এই ব্লক ব্যবহার করে বাড়ি তৈরি করলে, সেটি যেমন মাটির বাড়ি হবে, তেমনই আবার গ্রীষ্মে থাকবে ঠান্ডা শীতকালে থাকবে গরম। বর্ষায় ধসে পড়ার সম্ভাবনা কমবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষাকালে প্রত্যন্ত বাঁকুড়ায় গেলে দেখতে পাওয়া যায় বন্যার কারণে ধসে যাচ্ছে মাটির বাড়ি। কাদা কাদা হয়ে রয়েছে গোটা ঘর এবং উঠোন। সাধারণ জীবন ব্যাহত হয় প্রচন্ড পরিমাণে এবং বাস্তুহারা হন অনেকেই। কম্প্রেসড আর্থ ব্লকের ব্যবহার এবং সরকারি উদ্যোগ থাকলে একটু একটু করে আধুনিকরণ করা সম্ভব বলেই মনে করছেন প্রফেসর।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mud House: গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল, বর্ষায় নেই ভাঙার চিন্তা...! মাটির বাড়ি তৈরিতে নয়া টেকনিক, না জানলে ভোগান্তি আজীবন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement