Medinipore: বসে আমেজ করে চুমুক, ধরলেই জল বিছুটি আর জরিমানা! গ্রামে নতুন ফতোয়া জারি
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Alcohol- মাঠে বসে মদ খাওয়া এবার বন্ধ, ধরতে পারলেই জরিমানা, ধরে দিলে মিলবে ক্যাশ পুরস্কার, চন্দ্রকোনার এই গ্রামে অদ্ভুত ফতোয়া জারি।
পশ্চিম মেদিনীপুর: ধরতে পারলে হাতে পায়ে লাগানো হবে বিছুটি, ধরে দিলেই দেওয়া হবে নগদ পুরস্কার! জেলার একটি পৌরসভার গ্রামের মানুষের এমন অভিনব ফতোয়া ভাবিয়ে তুলেছে গোটা সমাজকে। যত্রতত্র দেখা যাচ্ছে মদের বোতল, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবার। মাঠ জুড়ে অসামাজিক কার্যকলাপ, মাঠে খেলতে আসা ছোট ছোট শিশুদের এখন ভয়ের কারণ কাঁচের টুকরো।
মদ্যপদের দৌরাত্ম্যে অতিষ্ট গ্রামের মানুষজন। খেলার মাঠ থেকে শুরু করে রাস্তাঘাট যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। রাস্তার উপরে ও খেলার মাঠে পড়ে থাকে ভাঙা মদের বোতলের টুকরো। এর পর এক অভিনব পন্থা গ্রহণ করেছে গ্রামের মানুষ।
সন্ধ্যে-দুপুর যখন তখন রাস্তার পাশে, মাঠের কোণে বসছে মদের আসর। এলাকার বাইরে থেকে ছেলেরা এলাকায় প্রবেশ করে এমনই উৎপাত করছে এলাকায়। এদিক ওদিক ভেঙে ফেলে থাকছে মদের বোতল ভাঙা। কাঁচের বোতলের টুকরোতে ঘটছে দুর্ঘটনা। মাঠ যেন ব্যবহার দায় হয়ে উঠছে সকলের কাছে। তাই এলাকার মদ্যপ যুবকদের সবক শেখাতে উদ্যোগী হল গ্রামের মানুষজন। জারি হল ফতোয়া। চিটিয়ে দেওয়া হল বিভিন্ন জায়গায়।
advertisement
advertisement
আরও পড়ুন- আজ খড়গপুর-টাটা শাখায় বাতিল ৫ জোড়া ট্রেন, যাত্রীদের চরম ভোগান্তির সম্ভাবনা, রইল তালিকা
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের গোপালপুর গ্রামে। গোপালপুর গ্রামের কাঁটাবন এলাকায় বেশ কিছুদিন ধরে মদ্যপ যুবকদের দৌরাত্ম বেড়ে চলেছে। তাই গোপালপুর গ্রামের বাসিন্দারা এলাকায় পোস্টারিং করল। পোস্টারে লেখা এই ধরনের কাজ করছে তাদের হাতে পায়ে বেঁধে জল বিছুটি দেওয়া হবে, মদ্যপদের ধরলে কুড়ি হাজার টাকা জরিমানা করা হবে। এমনকি অন্যায়কারী ব্যক্তিকে যারা ধরিয়ে দেবে তাদের গ্রামের পক্ষ থেকে পাঁচ হাজার এক টাকা পুরস্কার করা হবে।
advertisement
এমনকী মদ্যপদের অনুরোধ করা হয়েছে, আপনারা সরকারি অনুমোদনপ্রাপ্ত জায়গায় গিয়ে পান করুন। স্বাভাবিকভাবে এবার কড়াভাবে এলাকায় অসামাজিক কাজ রুখতে নজরদারি এলাকার মানুষের। এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে। গ্রামের মানুষজন বলছেন, তারা ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের নজরেও এনেছেন, তারা চাইছেন দ্রুত এই উপদ্রব বন্ধ হোক। যদিও এলাকায় পুলিশি টহল চলছে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 6:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medinipore: বসে আমেজ করে চুমুক, ধরলেই জল বিছুটি আর জরিমানা! গ্রামে নতুন ফতোয়া জারি