মনুয়ার উচ্ছাকাঙ্খা থেকেই কী সম্পর্কের এই পরিণতি?

Last Updated:

অল্পেই রেগে যেতেন মনুয়া। বাদ যেত না গালিগালাজ করাও। পিকনিকে সকলের সামনেই অনুপম জানিয়েছিলেন একথা।

#কলকাতা: অল্পেই রেগে যেতেন মনুয়া। বাদ যেত না গালিগালাজ করাও। পিকনিকে সকলের সামনেই অনুপম জানিয়েছিলেন একথা। তাহলে কি, দু'জনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল? বোঝাপড়ারও অভাব ছিল কোথাও? পিকনিকে অনুপম ও মনুয়ার কথোপকথনের এক্সক্লুসিভ ভিডিও ইটিভি নিউজ বাংলায়।
অকপট অনুপম। প্রায় দেড় বছরের দাম্পত্য জীবনে মনুয়ার বহু সমস্যার কথাই অনুপমের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। সম্পর্কের চিড়টা যে ক্রমেই বাড়ছিল তাও স্পষ্ট অনুপমের কথা থেকেই। পিকনিকে খেলার ছলেই মনুয়ার সমস্যার কথাগুলো সকলের সামনে তুলে ধরেছিলেন অনুপম।
নিজের বাবার সঙ্গে বারবার অনুপমের তুলনা টানতেন মনুয়া। যা তাঁর স্ত্রীর একটি বড় দোষ বলেই মনে করতেন অনুপম।
advertisement
advertisement
মনুয়া পার্সোনালিটি ডিসঅর্ডারের ভুগছেন বলে দাবি মনোবিদদের।
অপরাধের পরও ব্যতিক্রমীভাবে নিরুত্তাপ মনুয়া। তাঁর শান্ত থাকাটাও ভাবাচ্ছে তদন্তকারীদের। মনুয়ার উচ্ছাকাঙ্খা থেকেই কী, সম্পর্কের এই পরিণতি? অনুপম-মনুয়ার পিকনিকের ভিডিওটি হাতে পাওয়ার পর তদন্তে এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মনুয়ার উচ্ছাকাঙ্খা থেকেই কী সম্পর্কের এই পরিণতি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement