দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিচার পেতে আর ছুটতে হবে না কাঁথি! এগরায় গড়ে উঠছে মহকুমা আদালত, খুশিতে আত্মহারা স্থানীয়রা

Last Updated:

New Court In Egra : পূর্ব মেদিনীপুর জেলায় একটি জেলা আদালত ও দু'টি মহকুমা আদালত রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা আরও একটি আদালত পেতে চলেছে।

+
এগরা

এগরা মহকুমা প্রশাসনিক কার্যালয়

এগরা, সৈকত শী : পূর্ব মেদিনীপুর জেলা আরও একটি আদালত পেতে চলেছে। নতুন করে আরও একটি আদালত জেলায় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হল। পূর্ব মেদিনীপুর জেলায় একটি জেলা আদালত ও দু’টি মহকুমা আদালত রয়েছে। জেলা আদালত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে। পাশাপাশি হলদিয়া শহরে রয়েছে হলদিয়া মহকুমা আদালত। কাঁথি শহরে রয়েছে কাঁথি মহকুমা আদালত। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় এগরা মহকুমা থাকলেও এগরায় এতদিন পর্যন্ত কোনও মহকুমা আদালত ছিল না।
এবার জেলায় এগরা মহকুমা আদালত গড়ে উঠবে, শুরু হয়েছে সেই প্রক্রিয়া। এগরা মহকুমাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে। আদালত ভবন সহ আবাসন তৈরিতে প্রয়োজন প্রায় তিন একর জমি পূর্ত দফতরকে হস্তান্তর করল এগরা পৌরসভা। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যে আদালত তৈরির কাজ শুরু হবে বলে জানা যায়। খুশি এগরা মহকুমাবাসী। ২০০২ সালে ১ জানুয়ারিতে কাঁথি মহকুমা ভেঙে এগরা মহকুমা গঠন হয়। দু’দশকের পরেও আদালত সহ পরিবহণ অফিস থেকে একাধিক সরকারি দফতর তৈরি হয়নি।
advertisement
advertisement
মহকুমাবাসীর ভরসা সেই পঞ্চাশ কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালত। আইনি সমস্যা পড়লেই রাত থেকে উঠে ছুটতে হয় কাঁথি আদালতে। আদালতের দাবিতে দীর্ঘ আন্দোলনে দেখেছে এগরা শহর। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রথমে মহকুমা শাসকের দফতর সংলগ্ন কৃষি দফতরের জমি পরিদর্শন করে আদালত তৈরির প্রস্তাব দেওয়া হয়। কৃষি দফতরের জমিতে জেলা প্রশাসন আদালত তৈরির দাবি নাকজ করে দেন। বিকল্প জমির জন্য পৌরসভাকে দায়িত্ব দেয় জেলা প্রশাসন। সেইমত এগরা পটাশপুর রাজ্য সড়কের পাশে খাড় মৌজায় প্রায় ১.৪৫ একর জমিতে আদালত ভবন তৈরির প্রস্তাব দেয় পৌরসভা।
advertisement
আদালতের বিচারক ও কর্মীদের থাকার জন্য আবাসন তৈরিতে মহকুমা শাসকের দফতরের পাশেই আকলাবাদ মৌজায় পুরসভার একটি জায়গা নির্ধারণ করে। পৌরসভার শিশু উদ্যানের একাংশের প্রায় ১.২৯ একর জমি চিহ্নিত করে। হাইকোর্টের প্রতিনিধি ও জেলা পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা দুটি জমি পরিদর্শন করে শীলমোহর দেয়। এগরা পৌরপ্রধান স্বপন নায়ক বলেন, আদালত তৈরির জন্য আদালত ছাড়পত্র দিয়েছে। সেই মত জেলা পূর্ত দফতরকে পৌরসভার দু’টি মৌজায় প্রায় আড়াই একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে।’ এগরা পুরসভা খাড় ও আকালাবাদ মৌজায় প্রায় ২.৭৪ একর জমি জেলা পূর্ত দফতরকে হস্তান্তর করে। জমি হস্তান্তরের পরেই প্রকল্প খাতে খরচ ও নকশা সংক্রান্ত কাজের তদারকি শুরু হয়েছে। আদালত ও আবাসন তৈরির পাশাপাশি এগরাতে একটি সার্কিট হাউস তৈরির পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ হলে আগামী কয়েক মাসের মধ্যে মাথা তুলে দাঁড়াবে এগরা মহকুমা আদালত। ফলে পূর্ব মেদিনীপুর জেলায় তিনটি মহকুমা আদালত ও একটি জেলা আদালত নিয়ে মোট চারটি আদালতে আগামী দিনে কাজ হবে বিচার বিভাগের। সুবিধা হবে এগরা মহকুমাবাসীর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিচার পেতে আর ছুটতে হবে না কাঁথি! এগরায় গড়ে উঠছে মহকুমা আদালত, খুশিতে আত্মহারা স্থানীয়রা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement