South 24 Parganas News: অবশেষে পূরণ হল দীর্ঘ দিনের দাবি! মণি নদীর পাড়ে তৈরি হচ্ছে কংক্রিটের নতুন বাঁধ
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas News: রায়দিঘির মণি নদীর পাড়ে তৈরি হচ্ছে কংক্রিটের নতুন নদীবাঁধ। আর যার ফলে খুশি স্থানীয়রা। কংক্রিটের ব্লক ফেলে তার মধ্যে ইট ভরাট করে তৈরি হচ্ছে এই নদীবাঁধ।
রায়দিঘি: অবশেষে পূর্ণ হওয়ার পথে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি। স্বপ্ন বললেও খুব একটা ভুল হবে না। রায়দিঘির মণি নদীর পাড়ে তৈরি হচ্ছে কংক্রিটের নতুন নদীবাঁধ। আর যার ফলে খুশি স্থানীয়রা। কংক্রিটের ব্লক ফেলে তার মধ্যে ইট ভরাট করে তৈরি হচ্ছে এই নদীবাঁধ।
স্থানীয়রা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই নদীবাঁধের উপর দিয়ে রাস্তা ছিল। পড়ে ভাঙনের কবলে সেই রাস্তা তলিয়ে যায় নদীগর্ভে। সমস্যার কথা জানতে পেরে উদ্যোগী হন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। তাঁর উদ্যোগে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যায়ে এই রাস্তা ও বাঁধ নির্মাণ করা হচ্ছে। পরে ১০০ মিটার একটি ওয়াল নির্মাণ করা হবে বাঁধের সামনে। যাতে বাঁধ সহজে না ভাঙে।
advertisement
advertisement
ইতিমধ্যে নৌকাতে করে ইট আনা হয়েছে সেখানে। সেই ইট ফেলে ভরাট করা হয়েছে বাঁধের পিছনের ভাঙা অংশটি। এ নিয়ে স্থানীয় বাসিন্দা কমল বৈরাগী জানিয়েছেন, ভাঙাগড়াই নদীর খেলা। ফলে নদীবাঁধ ভাঙলে সেটা কিভাবে রক্ষা করা যাবে এটা বড় প্রশ্ন থেকে যায়। সেই জায়গায় রায়দিঘির বিধায়কের উদ্যোগে এই কাজ শুরু হওয়ায় খুবই খুশি সকলে। দ্রুত এই কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দারা সবাই উপকৃত হবেন বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: অবশেষে পূরণ হল দীর্ঘ দিনের দাবি! মণি নদীর পাড়ে তৈরি হচ্ছে কংক্রিটের নতুন বাঁধ