Nabadwip State General Hospital: চালু নবদ্বীপ হাসপাতালের নতুন ভবন, থাকছে ১০০ শয্যা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nabadwip State General Hospital: চালু হল নবদ্বীপ হাসপাতালের বহু আকাঙ্ক্ষিত নতুন ভবন। এতদিন পর্যন্ত নবদ্বীপ হাসপাতালের পুরনো ভবনে চলছিল রোগীদের চিকিৎসার সমস্ত ধরনের পরিষেবা
নদিয়া: চালু হল নবদ্বীপ হাসপাতালের নতুন ভবন। এখানে এমারজেন্সি থেকে শুরু করে সমস্ত ধরণের পরিষেবা পাওয়া যাবে। এতে খুশি চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার।
অবশেষে চালু হল নবদ্বীপ হাসপাতালের বহু আকাঙ্ক্ষিত নতুন ভবন। এতদিন পর্যন্ত নবদ্বীপ হাসপাতালের পুরনো ভবনে চলছিল রোগীদের চিকিৎসার সমস্ত ধরনের পরিষেবা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জুন মাস থেকেই শিশু বিভাগ চালু হয়ে গিয়েছে। সেখানে শিশুদের যাবতীয় চিকিৎসা হচ্ছে। এছাড়াও মহিলা ও পুরুষদে মেডিসিন ও সার্জিক্যাল দুটি বিভাগও চালু হয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের এই নতুন ভবনটি চালু হওয়ায় খুশি রোগী ও রোগীর পরিবার।
advertisement
advertisement
উল্লেখ্য, এর আগে নবদ্বীপ হাসপাতালে রোগীর চাহিদা অনুযায়ী একাধিক পরিষেবা মিলত না। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসার দরিদ্র রোগীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়া যেত। এর পরই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের কথা মাথায় রেখেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে আরও উন্নত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা অবশেষে বাস্তবায়িত হল। ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 10:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabadwip State General Hospital: চালু নবদ্বীপ হাসপাতালের নতুন ভবন, থাকছে ১০০ শয্যা