Police Officer: থানার দায়িত্ব সামলে মাঠে নেমেই ব্যাটে ছক্কা হাঁকালেন এই পুলিশ আধিকারিক, দিলেন বার্তাও
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
থানার দায়িত্ব সামলে মাঠে নেমেই ব্যাটে ছক্কা হাঁকালেন এই পুলিশ আধিকারিক, দিলেন বার্তাও
উত্তর ২৪ পরগনা: তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ বারাকপুর থানার দায়িত্বপ্রাপ্ত আইসি সুমিত কুমার বৈদ্য। দিনরাত কর্মব্যস্ততার মাঝেই, এদিন ব্যাট হাতে মাঠে নেমে রীতিমত ছক্কা হাঁকালেন এই আধিকারিক। যা দেখে রীতিমতো মুগ্ধ হলেন তরুণ প্রজন্মের খেলোয়াড়রাও। পুরসভার ২০ নং ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া কিশোর বাহিনী প্রাঙ্গণে দিনরাত ব্যাপী আন্ডার আর্মস ক্রিকেট টুর্নামেন্ট চলছিল।
সেখানে উপস্থিত হয়ে হঠাৎই ব্যাট হাতে ক্রিকেট ময়দানে নামেন অল্পদিনের মধ্যেই নিউ ব্যারাকপুরের আইন শৃঙ্খলার দায়িত্ব সামলিয়ে নজরকাড়া এই প্রশাসনিক কর্তাকে। এক ওভার ব্যাট হাতে কখনো বাউন্ডারিতে গেল বল কখনো আবার সুকৌশলে খেললেন ইয়র্কার। অভিযুক্তদের ধরে আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল থেকে বাউন্ডারিতে ছক্কা হাঁকানো সবই যেন অবলীলায় করেন এই আধিকারিক। শুধু তাই নয়, কাজের ফাঁকে অবসর সময় বেছে নিয়ে কবিতা সাহিত্যচর্চাও রয়েছে সুমিত বাবুর শখের মধ্যে। বইমেলায়ও তার লেখা প্রকাশ পায়। সুমিত কুমার বৈদ্য এদিন তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলে জানালেন, “খেলতে সবারই ভালো লাগে। ব্যাট বল দেখে থাকতে পারলাম না, তাই একটু খেললাম।”
advertisement
advertisement
বর্তমান সমাজে যেখানে নেশায় আসক্তি বাড়ছে যুবসমাজের, পাশাপাশি মোবাইল ও আধুনিক প্রযুক্তির গণ্ডি বেঁধে দিচ্ছে পরিধি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের খেলা মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি শরীর চর্চা ও সুস্থ সমাজ গড়ে তুলতে বিশেষ সাহায্য করে বলেও মনে করেন পুলিশের এই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। পুলিশ আধিকারিক কে এভাবে মাঠে নেমে খেলতে দেখে রীতিমতো উৎসাহী হলেন খেলোয়াড় থেকে দর্শকরাও। খেলোয়ারদের হাতে বিশেষ সম্মান ও পুরস্কারও তুলে দেন সুমিত বাবু। এদিন তার সঙ্গে স্থানীয় থানার পুলিশের অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Officer: থানার দায়িত্ব সামলে মাঠে নেমেই ব্যাটে ছক্কা হাঁকালেন এই পুলিশ আধিকারিক, দিলেন বার্তাও