SSC Tainted List Update: মা পুরসভার বড় পদে, অযোগ্য তালিকায় মেয়ের নাম! নিউ ব্যারাকপুর জুড়ে পড়ল পোস্টার

Last Updated:

যদিও তাঁর মেয়ে স্বচ্ছ পথেই চাকরি পেয়েছেন বলে দাবি করেছেন স্বপ্না বিশ্বাস৷

এসএসসি-র অযোগ্য তালিকা নিয়ে নিউ ব্যারাকপুরে শোরগোল৷
এসএসসি-র অযোগ্য তালিকা নিয়ে নিউ ব্যারাকপুরে শোরগোল৷
জিয়াউল আলম, নিউ ব্যারাকপুর: এসএসসি-র অযোগ্য তালিকা নিয়ে শাসক দলের অস্বস্তি ক্রমশই বাড়ছেই৷ তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েত অথবা দলীয় স্তরের পদাধিকারী অথবা বহু তৃণমূল নেতানেত্রীর ঘনিষ্ঠদের নাম পাওয়া গিয়েছে অযোগ্যদের তালিকায়৷ এবার অযোগ্যদের তালিকা নিয়ে শোরগোল পড়ে গেল উত্তর চব্বিশ পরগণার নিউ ব্যারাকপুরে৷
নিউ ব্যারাকপুর পুরসভার উপ পৌরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নামও রয়েছে অযোগ্যদের তালিকায়৷ এই তথ্য সামনে আসার পরই নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় ভাইস উপ পৌরপ্রধানের পদত্যাগ চেয়ে পোস্টার পড়েছে৷
advertisement
যদিও তাঁর মেয়ে স্বচ্ছ পথেই চাকরি পেয়েছেন বলে দাবি করেছেন স্বপ্না বিশ্বাস৷ তাঁর দাবি, ২০২২ সালে তিনি ভাইস চেয়ারপার্সন হয়েছেন৷ তার অনেক আগে তাঁর মেয়ে চাকরি পেয়েছিলেন বলে দাবি স্বপ্নাদেবীর৷ তাঁর পাল্টা অভিযোগ, অনেকেরই তো চাকরি গিয়েছে কিন্তু যেহেতু আমরা তৃণমূল করি তাই আমাদেরকে ফলাও করে দেখানো হচ্ছে। এসএসসির এই তালিকা প্রকাশে আমাদেরই মান সম্মান নষ্ট হচ্ছে৷
advertisement
স্বপ্নাদেবীর দাবি তাঁর মেয়ে যোগ্য প্রার্থী হিসেবেই চাকরি পেয়েছেন৷ আদালতের উপরেও ভরসা রাখছেন তিনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিউ ব্যারাকপুর এলাকা জুড়ে উপ পৌর যপ্রধানের পদত্যাগ চেয়ে পোস্টার দিয়েছে বিজেপি।
পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নামও অযোগ্য তালিকায় রয়েছে৷ রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষের নামও ছিল এই তালিকায়৷ এ ছাড়াও তৃণমূলের বহু পদাধিকারী বা তাঁদের আত্মীয়দের নাম তালিকায় পাওয়া গিয়েছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Tainted List Update: মা পুরসভার বড় পদে, অযোগ্য তালিকায় মেয়ের নাম! নিউ ব্যারাকপুর জুড়ে পড়ল পোস্টার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement