Netaji Subhas Chandra Bose: এই আরামকেদারাটি কার জানেন? নামটা জানলে গায়ে কাঁটা দেবে!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Netaji Subhas Chandra Bose: বর্ধমানের এই বাড়িতে এক সময় অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং নেতাজি।
পূর্ব বর্ধমান: বর্ধমানের এই বাড়িতে একসময় অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে রয়েছে এই বাড়ি। নেতাজির ব্যবহার করা চেয়ার, টেবিল এখনও রয়েছে বর্ধমানের কাটোয়ার এই বাড়িতে! কাটোয়া শহরের বারোয়ারিতলায় রয়েছে এই বাড়ি।
আদতে এই বাড়ি দেশপ্রেমী ডক্টর গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। স্বাধীনতা আন্দোলনে কাটোয়া মহকুমা থেকে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯২১ খ্রিস্টাব্দে গান্ধিজির অসহযোগ আন্দোলন থেকে শুরু করে, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনেও তাঁর বড় অবদান রয়েছে। জানা যায় বাংলার বিভিন্ন বিপ্লবী প্রতিষ্ঠান এবং বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ ছিল ডক্টর গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। সেরকমই বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি গুণেন্দ্রনাথ বাবুর সঙ্গে যোগাযোগ ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর এই গুণেন্দ্রনাথ বাবুর বাড়িতেই এসেছিলেন নেতাজি।
advertisement
আরও পড়ুন: প্রবল মারে চশমার কাচ ঢোকে চোখে, দেওয়ালে ঠোকা হয় মাথা, আরজি কর কাণ্ডে ময়নাতদন্তে ভয়ঙ্কর তথ্য
গুণেন্দ্রনাথ বাবুর নাতি রঘুনাথ মুখার্জী এই প্রসঙ্গে বলেন, “১৯৩১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের ২৯, ৩০ এবং ৩১ এই তিনটে দিন নেতাজিকাটোয়াতে ছিলেন। এটা যে সময়কার ঘটনা তখন আমার জন্ম হয়নি। আমরাও শুনেছি , বইয়ে বিভিন্ন লেখা পড়েছি যে নেতাজিসেই সময় আমাদের বাড়িতেই আতিথিয়তা গ্রহণ করেছিলেন। আমার ঠাকুমা রান্নাবান্না করতেন এবং সেই খাবার তিনি গ্রহণ করেছিলেন বলে আমরা জানি। আমাদের বাড়িতে বৈঠকখানায় একটা ইজি চেয়ার থাকতো। নেতাজি নিশ্চয়ই বৈঠকখানার ওই ইজি চেয়ার ব্যবহার করেছিলেন। এবং সেই টেবিলও এখনো আছে যে টেবিল তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ভিতরের কেউ আছে’, আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সন্দেহ মমতার
বর্ধমানের কাটোয়ার এই গুণেন্দ্রনাথ মুখোপাধ্য়ায়ের বাড়িতে এখনও রয়েছে নেতাজির ব্যবহার করা ইজি চেয়ার এবং ছোট্ট একটি টেবিল। জানা যায়, গুণেন্দ্রনাথবাবুর বাড়ির একদম সামনেই দোতলায় ছিল তাঁর বৈঠক খানা। সেখানেই তিনি বিভিন্ন মিটিং করতেন। বহু মানুষের যাতায়াত ছিল সেখানে। তবে গুণীবাবুর বৈঠক খানায় প্রবেশ করতে গেলে লোহার বাঁকানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হত। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কাটোয়া এসেছিলেন তখন তিনিও এই লোহার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গুণীবাবুর বাড়িতে প্রবেশ করেছিলেন।
advertisement
আজও কাটোয়া শহরের গুণেন্দ্রনাথবাবুর বাড়িতে সেই সাবেকি লোহার সিঁড়ি রয়েছে। জানা যায়, নেতাজি গুণেন্দ্রনাথবাবুকে মাঝে মধ্যেই চিঠি লিখতেন। তারই মধ্যে নেতাজির লেখা এবং তাঁর সাক্ষরিত একটি চিঠি এখনও গুণেন্দ্রনাথবাবুর বাড়িতে রয়েছে। তাঁর বংশধরেরা সেই চিঠি এখনও রেখে দিয়েছেন স্বযত্নে। সব মিলিয়ে আজও নেতাজির স্মৃতি বহন করে কাটোয়ার বারোয়ারীতলার গুণীবাবুর বাড়ি।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 3:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhas Chandra Bose: এই আরামকেদারাটি কার জানেন? নামটা জানলে গায়ে কাঁটা দেবে!