Knowledge Story: এই জেলে বন্দি থাকাকালীন সরস্বতী পুজো করেছিলেন নেতাজি! জানেন কোথায় সেই সংশোধনাগার?

Last Updated:

Knowledge Story: সুভাষ চন্দ্র বসু রাজবন্দি হিসাবে বহরমপুর কারাগারের ৭ নম্বর ঘরে (বর্তমান মানসিক হাসপাতাল) ছিলেন ১৯২৪ সালে। সেটা তাঁর জেলায় দ্বিতীয়বার আগমন।

+
নেতাজি

নেতাজি সুভাষ চন্দ্র বসু

মুর্শিদাবাদ: বহরমপুরে এসেছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু। তার অবদান অনেক মুর্শিদাবাদ জেলাতে। নবাবের জেলা হলেও এই জেলাতে স্বাধীনতা আন্দোলনের অনেক অবদান রয়েছে। সুভাষ চন্দ্র বসু রাজবন্দি হিসাবে বহরমপুর কারাগারের ৭ নম্বর ঘরে (বর্তমান মানসিক হাসপাতাল) ছিলেন ১৯২৪ সালে। সেটা তাঁর জেলায় দ্বিতীয়বার আগমন। ইতিহাসবিদরা জানান, “বন্দি সুভাষ চন্দ্র বসু ওই সময় দাদা শরৎচন্দ্র বসুকে চিঠি লেখেন পড়ার বই পাঠানোর অনুরোধ জানিয়ে।”
শুধু নিজের জন্য নয়, রাজবন্দিদের জন্য বইকেনা সহ নানান দাবিতে তিনি বন্দি দশায় আন্দোলনও করেছিলেন বলে জানা যায়। সেখানেই শুরু করেছিলেন টেনিস খেলা, সরস্বতী পুজো সহ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড। প্রথম সংশোধনাগারের মধ্যেই তিনি সরস্বতী পুজো করেছিলেন। বর্তমানে সংশোধনাগার জীর্ণ দশায় পরিণত। বর্তমানে এই সংশোধনাগার মানসিক হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু এই তৎকালীন সময়ের সংশোধনাগার নেতাজী সুভাষ চন্দ্র বসুর অবদান নিয়ে আজও বেঁচে আছে।
advertisement
আরও পড়ুনঃ প্রেম, রোম্যান্স বাঁধ মানবে না! জঙ্গলমহলে কাপল ফ্রেন্ডলি এই জায়গা এখন আকর্ষণের কেন্দ্রে
জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জেলায় বিভিন্ন সময়ে কখনও বহরমপুর, কখনও বেলডাঙা, কখনও কান্দিতে, জেমোতে, কখনও জিয়াগঞ্জে কখনও বা জঙ্গিপুরে এসেছিলেন সুভাষ চন্দ্র বসু। দেশবরেণ্য, আপোষহীন স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুর জীবন দর্শন, লড়াই, সংগ্রামের অনেক উপকরণই রয়েছে মুর্শিদাবাদে।
advertisement
advertisement
১৯১৩ সালের মে মাসে একদল ঐতিহাসিকদের সঙ্গে ইতিহাসের শহর নবাবের মুর্শিদাবাদে প্রথম এসেছিলেন। বহরমপুর থেকে হেঁটে লালবাগ গিয়েছিলেন। ছিলেন লালবাগের সাবিরুদ্দিন আহমেদের বাসায়। সেখানে গিয়ে তিনি ঘি-আলু সেদ্ধ ভাত খান বলেও জানা যায়। তৎকালীন সময়ে বহরমপুরে খাগড়া এলাকায় কংগ্রেস অফিস থাকা কালীন তিনি এসেছিলেন। বর্তমানে সেখানেই নেতাজী সুভাষ চন্দ্র বসুর মুর্তি তৈরি করা আছে। তবে মুর্শিদাবাদ জেলাতে স্বাধীনতা আন্দোলন নিয়ে অনেক অবদান আছে নেতাজী সুভাষ চন্দ্র বসুর। যা আজও মনে রেখেছে অনেকেই।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Knowledge Story: এই জেলে বন্দি থাকাকালীন সরস্বতী পুজো করেছিলেন নেতাজি! জানেন কোথায় সেই সংশোধনাগার?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement