কী সাংঘাতিক! ঝাড়ফুঁকের নামে বর্ধমানে দুই নাবালিকাকে যৌন নির্যাতন
- Published by:Satabdi Adhikary
- Written by:Saradindu Ghosh
Last Updated:
অভিযোগ, ঝাড়ফুঁক করার নাম করে দুই বোনের উপরে যৌন নির্যাতন চালায় শ্যামসুন্দর। পরে বাবা-মা বাড়ি ফিরলে মাকে সব কথা খুলে বলে বড় মেয়ে।
#দক্ষিণবঙ্গ: ঝাড়ফুঁক করার অছিলায় দুই বোনের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ। এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম শ্যামসুন্দর সিংহ। তাঁর বাড়ি মেমারি থানা এলাকায়। নির্যাতিতা দুই নাবালিকার পরিবারের তরফে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে শ্যামসুন্দর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালিকার বাড়ি মেমারির করন্দা এলাকায়। বড় বোন স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার দিন ওদের বাবা মা কাজে গিয়েছিলেন। বাড়িতে ছিল দুই বোন। অভিযোগ, বড় কারও না থাকার সুযোগেই সেই সময় তাদের বাড়িতে ঢোকেন স্হানীয় বাসিন্দা শ্যামসুন্দর সিংহ।
advertisement
advertisement
অভিযোগ, ঝাড়ফুঁক করার নাম করে দুই বোনের উপরেই যৌন নির্যাতন চালায় শ্যামসুন্দর। পরে বাবা-মা বাড়ি ফিরলে বড় মেয়ে তাঁর মাকে সব কথা খুলে বলে। ছোট বোনের উপরেও একই রকম নির্যাতন হয়েছে বলে জানায় সে। এরপরই শ্যামসুন্দরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই নাবালিকার মা। তাঁর অভিযোগের ভিত্তিতে শ্যামসুন্দরের বিরুদ্ধে যৌন নির্যাতন এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। আদালতে শ্যামসুন্দরকে ৫ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। অবশ্য তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আদালতে ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বিচারক এবিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেটের কাছে দুই নির্যাতিতা ও তাদের মায়ের গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2022 1:53 PM IST