Student Death: ১৯ বছরেই শেষ হয়ে গেল সব...! চায় নি ডাক্তার হতে, বাবা-মা জোর করতেই ভয়ঙ্কর পরিণতি মেধাবী ছাত্রীর

Last Updated:

Student Death: বাবা মা চান মেয়ে ডাক্তারি নিয়ে পড়ুক। কিন্তু ডাক্তার হতে চায়নি মেধাবী ছাত্রী, আর তাই নিয়েই শুরু হয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ। রাগে-অভিমানে আত্মহত্যা মেধাবী ছাত্রীর৷

বিপনচিকার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, “ডাবল মার্ডার” বলে দাবি করেছে। ইউএই পুলিশও এই মামলার তদন্ত করছে।
বিপনচিকার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, “ডাবল মার্ডার” বলে দাবি করেছে। ইউএই পুলিশও এই মামলার তদন্ত করছে।
নন্দীগ্রাম: নিট পরীক্ষায় পাশ করলেও ডাক্তার হতে চায়নি। কিন্তু বাবা মা চান মেয়ে ডাক্তারি নিয়ে পড়ুক। তাই নিয়ে মতবিরোধ। রাগে-অভিমানে আত্মহত্যা মেধাবী ছাত্রীর৷
রাত দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। নন্দীগ্রামে মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিরাট চাঞ্চল্য গোটা এলাকায়৷
আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড…! রাতের অন্ধকারে হোটেলে অভিযান চালাতেই কেলেঙ্কারি ফাঁস! পর্যটকদের বার করে দেওয়ার পরই যা ঘটল…
নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার বাসিন্দা ছাত্রী ১৯ বছরের দীপশিখা মাইতি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘বিগ বস’-এ বিরাট চমক…! বাংলার ‘এই’ তারকা এবার সলমনের মুখোমুখি, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!
সন্দেহ করা হচ্ছে, পরিবারের সঙ্গে মতবিরোধ থেকেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে  আত্মঘাতী হয়েছে মেধাবী ছাত্রী। রাতেই রেয়াপাড়া গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Death: ১৯ বছরেই শেষ হয়ে গেল সব...! চায় নি ডাক্তার হতে, বাবা-মা জোর করতেই ভয়ঙ্কর পরিণতি মেধাবী ছাত্রীর
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement