Bigg Boss 19: 'বিগ বস'-এ বিরাট চমক...! বাংলার 'এই' তারকা এবার সলমনের মুখোমুখি, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

Last Updated:
Bigg Boss 19: সুপারস্টার সলমন খানের জনপ্রিয় শো বিগ বস ১৯-এ সীমান্ত শহর জয়গাঁর মেয়ে নিলম গিরি উপস্থিত রয়েছে প্রতিযোগী হিসেবে। এই খবর চাউর হতেই খুশির হাওয়া কালচিনি ব্লকে। নিলম একজন ভোজপুরি অভিনেত্রী। জনপ্রিয় টিভি শো বিগ বসে এবার প্রতিযোগী সে।
1/5
কালচিনি, অনন্যা দে: সুপারস্টার সলমন খানের জনপ্রিয় শো বিগ বস ১৯-এ সীমান্ত শহর জয়গাঁর মেয়ে নিলম গিরি উপস্থিত রয়েছে প্রতিযোগী হিসেবে। এই খবর চাউর হতেই খুশির হাওয়া কালচিনি ব্লকে। নিলম একজন ভোজপুরি অভিনেত্রী।জনপ্রিয় টিভি শো বিগ বসে এবার প্রতিযোগী তিনি।
কালচিনি, অনন্যা দে: সুপারস্টার সলমন খানের জনপ্রিয় শো বিগ বস ১৯-এ সীমান্ত শহর জয়গাঁর মেয়ে নিলম গিরি উপস্থিত রয়েছে প্রতিযোগী হিসেবে। এই খবর চাউর হতেই খুশির হাওয়া কালচিনি ব্লকে। নিলম একজন ভোজপুরি অভিনেত্রী।জনপ্রিয় টিভি শো বিগ বসে এবার প্রতিযোগী তিনি।
advertisement
2/5
গত রবিবার থেকে শুরু হয়েছে বিগ বস ১৯ । এবারেও অনুষ্ঠানের সঞ্চালক সুপারষ্টার সলমন খান। এই শো-তে প্রতিযোগী হিসেবে যখন নেওয়া হয় নিলমের নাম তখন থেকেই খুশি তাঁর পরিবারের সদস্যরা। যদিও তারা এখন জয়গাঁতে নেই।মুম্বইয়ে বসেই দেখছেন এই শো।
গত রবিবার থেকে শুরু হয়েছে বিগ বস ১৯ । এবারেও অনুষ্ঠানের সঞ্চালক সুপারষ্টার সলমন খান। এই শো-তে প্রতিযোগী হিসেবে যখন নেওয়া হয় নিলমের নাম তখন থেকেই খুশি তাঁর পরিবারের সদস্যরা। যদিও তারা এখন জয়গাঁতে নেই।মুম্বইয়ে বসেই দেখছেন এই শো।
advertisement
3/5
উত্তরপ্রদেশে জন্ম হলেও নিলমের বেড়ে ওঠা জয়গাঁ শহরে। নিলমের বাবা জয়গাঁ শহরে কাজের জন্য এসেছিলেন। চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে তিনি পড়াশোনা করেছেন।
উত্তরপ্রদেশে জন্ম হলেও নিলমের বেড়ে ওঠা জয়গাঁ শহরে। নিলমের বাবা জয়গাঁ শহরে কাজের জন্য এসেছিলেন। চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে তিনি পড়াশোনা করেছেন।
advertisement
4/5
এরপর পড়াশোনার জন্য আবারও উত্তরপ্রদেশ চলে যান নিলম। সেখান থেকে মুম্বই যান এবং অভিনয় জগতে প্রবেশ করেন। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ ভালই নামডাক রয়েছে তাঁর।
এরপর পড়াশোনার জন্য আবারও উত্তরপ্রদেশ চলে যান নিলম। সেখান থেকে মুম্বই যান এবং অভিনয় জগতে প্রবেশ করেন। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ ভালই নামডাক রয়েছে তাঁর।
advertisement
5/5
২৭টি ভোজপুরি সিনেমা করেছেন নিলম।২০২১ সালে ভোজপুরি সিনেমা বাবুলে প্রথম অভিনয় তাঁর। ২০২৩ সালে জয়গাঁতে বাবা, মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। তারপর আর কাজের চাপে আসতে পারেননি তিনি বলে পরিবার সূত্রে জানা যায়।
২৭টি ভোজপুরি সিনেমা করেছেন নিলম।২০২১ সালে ভোজপুরি সিনেমা বাবুলে প্রথম অভিনয় তাঁর। ২০২৩ সালে জয়গাঁতে বাবা, মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। তারপর আর কাজের চাপে আসতে পারেননি তিনি বলে পরিবার সূত্রে জানা যায়।
advertisement
advertisement
advertisement