West Bengal news: দোলের আগেই বিশেষ পদক্ষেপ পুলিশের, বাজেয়াপ্ত প্রায় ৫৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি

Last Updated:

West Bengal news: উল্লেখ্য নদিয়ার কল্যাণীর একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপর কল্যাণী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছিল পুলিশ

নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার
নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার
নদিয়া: নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান পুলিশের, বাজেয়াপ্ত প্রায় ৫৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার দুই। অবৈধ শব্দবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নদিয়ার কল্যাণী থানা এবং রানাঘাট থানা, গাংনাপুর থানা এলাকায় বিশেষ অভিযান চলে। সেখানেই কল্যাণী থানার চর কাঁচরাপাড়া এলাকা থেকে আনুমানিক ৪০ কেজি অবৈধ শব্দবাজি সহ ভবেশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ।
advertisement
অপরদিকে, রানাঘাট থানার প্রীতি নগর এক নম্বর রোড এলাকার তারক দাস নামে এক ব্যক্তির দোকান থেকে আনুমানিক সাড়ে সাত কেজি অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। শুধু তাই নয়, নদিয়ার গাংনাপুর থানা এলাকায়ও বিশেষ অভিযান চালানো হয় অবৈধ শব্দবাজির বিরুদ্ধে। গাংনাপুর থানার অনন্তপুর প্রাইমারি স্কুল এলাকা থেকে সাত কেজি অবৈধ শব্দবাজি সহ প্রকাশ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে গাংনাপুর থানার পুলিশ।
advertisement
ধৃতদের আইনানুগ মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ। তবে অবৈধ শব্দবাজির বিরুদ্ধে এই অভিযান আরও চলবে বলেও জানিয়েছে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, নদিয়ার কল্যাণীর একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, এরপর কল্যাণী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। ঠিক একইভাবে গতকাল রাতেও তিনটি থানার পৃথক এলাকায় একই অভিযান চালানো হয় পুলিশের তরফে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: দোলের আগেই বিশেষ পদক্ষেপ পুলিশের, বাজেয়াপ্ত প্রায় ৫৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement