Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী দেখা করলে অশান্তি বাড়ত না', মমতাকে জবাব দিয়ে বিরাট দাবি নওশাদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মনোনয়ন জমাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃহস্পতিবারই ভাঙড়ে তিন জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে৷
ভাঙড়: গত বুধবার হঠাৎই নবান্নে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রী ব্যস্ত কর্মসূচি থাকায় সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি নওশাদ সিদ্দিকির৷
এর পরই ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়৷ মনোনয়ন জমাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃহস্পতিবারই ভাঙড়ে তিন জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ এ দিন সেই ভাঙড়ে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি দাবি করলেন, মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে আলোচনায় বসলে শান্ত হত ভাঙড়৷ এড়ানো যেত প্রাণহানি৷
advertisement
advertisement
এ দিনই ভাঙড়ের অশান্তিতে নিহত আইএসএফ কর্মীর বাড়িতে যান নওশাদ সিদ্দিকি৷ সেখানেই তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামীকে নবান্নে ডেকে এনে মিটিং করেন৷ অথচ আমার সঙ্গে দেখা করার সময় হয় না৷ মুখ্যমন্ত্রী যদি সেদিন আমার সঙ্গে ূবসে আলোচনা করতেন, তাহলে পরিস্থিতি শান্ত হলেও হতে পারত৷’
advertisement
এ দিন ভাঙড়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তার জন্য রাজ্যপালকে ধন্যবাদও জানিয়েছেন আইএসএফ বিধায়ক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 9:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী দেখা করলে অশান্তি বাড়ত না', মমতাকে জবাব দিয়ে বিরাট দাবি নওশাদের