'দশ বছর শাসন করলেন এই ইভিএম-এর জোরে', মমতাকে কটাক্ষ মোদির

Last Updated:

শুধু ইভিএম নয়, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটে বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে ভোট লুটের চেষ্টা করা হবে৷

#বাঁকুড়া; লোকসভা নির্বাচনের পরেও ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার বিধানসভা নির্বাচনের আগেই ইভিএমে কারচুপির আশঙ্কায় দলীয় কর্মীদের সতর্ক করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী৷ আর মুখ্যমন্ত্রীর ইভিএম নিয়ে আশঙ্কাকেই রবিবার রাজ্যে প্রচারে এসে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
গত কয়েকদিনের মতো এ দিনও পূর্ব মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, ভোট গ্রহণ শুরুর আগে ভাল ভাবে ইভিএম পরীক্ষা করে নিতে হবে৷ যাতে আগে থেকে তাতে কোনও ভোট না দেওয়া থাকে৷ ভোট মিটলেও একমাস স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্যও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি এ দিন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশেও বলেন, ইভিএম খারাপ হলে যাতে কেউ ভোট না দিয়ে ফিরে না যান৷ কষ্ট হলেও যেন কিছুক্ষণ অপেক্ষা করেন তাঁরা৷
advertisement
advertisement
এ দিন বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর এই আশঙ্কাকেই পাল্টা কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, 'দিদি এখন থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন৷ দশ বছর ধরে যে ইভিএম তাঁকে ক্ষমতায় থাকতে সাহায্য করল, এখন সেই ইভিএম-কেই ভয় পাচ্ছেন তিনি৷ দিদি, দিনে-রাতে এখন আপনাকে পরাজয়ের ভয় গ্রাস করেছে৷'
শুধু ইভিএম নয়, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটে বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে ভোট লুটের চেষ্টা করা হবে৷ ট্রেনে করে বহিরাগতদের নিয়ে আসা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ প্রথম দফার ভোটের আগে আর সাতদিনও নেই৷ ফলে যত ভোট এগিয়ে আসছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথার লড়াইও পাল্লা দিয়ে বাড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'দশ বছর শাসন করলেন এই ইভিএম-এর জোরে', মমতাকে কটাক্ষ মোদির
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement