'দশ বছর শাসন করলেন এই ইভিএম-এর জোরে', মমতাকে কটাক্ষ মোদির

Last Updated:

শুধু ইভিএম নয়, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটে বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে ভোট লুটের চেষ্টা করা হবে৷

#বাঁকুড়া; লোকসভা নির্বাচনের পরেও ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার বিধানসভা নির্বাচনের আগেই ইভিএমে কারচুপির আশঙ্কায় দলীয় কর্মীদের সতর্ক করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী৷ আর মুখ্যমন্ত্রীর ইভিএম নিয়ে আশঙ্কাকেই রবিবার রাজ্যে প্রচারে এসে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
গত কয়েকদিনের মতো এ দিনও পূর্ব মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, ভোট গ্রহণ শুরুর আগে ভাল ভাবে ইভিএম পরীক্ষা করে নিতে হবে৷ যাতে আগে থেকে তাতে কোনও ভোট না দেওয়া থাকে৷ ভোট মিটলেও একমাস স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্যও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি এ দিন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশেও বলেন, ইভিএম খারাপ হলে যাতে কেউ ভোট না দিয়ে ফিরে না যান৷ কষ্ট হলেও যেন কিছুক্ষণ অপেক্ষা করেন তাঁরা৷
advertisement
advertisement
এ দিন বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর এই আশঙ্কাকেই পাল্টা কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, 'দিদি এখন থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন৷ দশ বছর ধরে যে ইভিএম তাঁকে ক্ষমতায় থাকতে সাহায্য করল, এখন সেই ইভিএম-কেই ভয় পাচ্ছেন তিনি৷ দিদি, দিনে-রাতে এখন আপনাকে পরাজয়ের ভয় গ্রাস করেছে৷'
শুধু ইভিএম নয়, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটে বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে ভোট লুটের চেষ্টা করা হবে৷ ট্রেনে করে বহিরাগতদের নিয়ে আসা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ প্রথম দফার ভোটের আগে আর সাতদিনও নেই৷ ফলে যত ভোট এগিয়ে আসছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথার লড়াইও পাল্লা দিয়ে বাড়ছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'দশ বছর শাসন করলেন এই ইভিএম-এর জোরে', মমতাকে কটাক্ষ মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement