'দশ বছর শাসন করলেন এই ইভিএম-এর জোরে', মমতাকে কটাক্ষ মোদির

Last Updated:

শুধু ইভিএম নয়, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটে বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে ভোট লুটের চেষ্টা করা হবে৷

#বাঁকুড়া; লোকসভা নির্বাচনের পরেও ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার বিধানসভা নির্বাচনের আগেই ইভিএমে কারচুপির আশঙ্কায় দলীয় কর্মীদের সতর্ক করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী৷ আর মুখ্যমন্ত্রীর ইভিএম নিয়ে আশঙ্কাকেই রবিবার রাজ্যে প্রচারে এসে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
গত কয়েকদিনের মতো এ দিনও পূর্ব মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, ভোট গ্রহণ শুরুর আগে ভাল ভাবে ইভিএম পরীক্ষা করে নিতে হবে৷ যাতে আগে থেকে তাতে কোনও ভোট না দেওয়া থাকে৷ ভোট মিটলেও একমাস স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্যও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি এ দিন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশেও বলেন, ইভিএম খারাপ হলে যাতে কেউ ভোট না দিয়ে ফিরে না যান৷ কষ্ট হলেও যেন কিছুক্ষণ অপেক্ষা করেন তাঁরা৷
advertisement
advertisement
এ দিন বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর এই আশঙ্কাকেই পাল্টা কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, 'দিদি এখন থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন৷ দশ বছর ধরে যে ইভিএম তাঁকে ক্ষমতায় থাকতে সাহায্য করল, এখন সেই ইভিএম-কেই ভয় পাচ্ছেন তিনি৷ দিদি, দিনে-রাতে এখন আপনাকে পরাজয়ের ভয় গ্রাস করেছে৷'
শুধু ইভিএম নয়, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটে বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে ভোট লুটের চেষ্টা করা হবে৷ ট্রেনে করে বহিরাগতদের নিয়ে আসা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ প্রথম দফার ভোটের আগে আর সাতদিনও নেই৷ ফলে যত ভোট এগিয়ে আসছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথার লড়াইও পাল্লা দিয়ে বাড়ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'দশ বছর শাসন করলেন এই ইভিএম-এর জোরে', মমতাকে কটাক্ষ মোদির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement