East Medinipur News: উধাও হয়ে গেল খোদ বিধায়কের গাড়ি! তমলুকের ঘটনা শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:

শহরে চুরি ছিনতাই এর ঘটনা নতুন কিছু ছিল না। শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা আগেও হয়েছে। কিন্তু এবার যা ঘটল তা কেউই কল্পনা করতে পারেনি। দুষ্কৃতীরা রাস্তার পাশ থেকে উঠিয়ে নিয়ে গেল খোদ বিধায়কের গাড়ি! 

+
বিধায়কের

বিধায়কের শখের গাড়ি 

তমলুক: চুরির ঘটনা তো আকছাড় ঘটেই৷ কিন্তু খোদ বিধায়কের গাড়িও যে চুরি হয়ে যেতে পারে, তা কল্পনাও করা কঠিন! কিন্তু এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে৷
তমলুকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে! গাড়ি চুরির অভিযোগ জানিয়ে তমলুক থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন অসহায় ওই গাড়ির চালক। নন্দকুমারের বিধায়ক সুকুমার দে বহু বছর আগে শখ করে  কিনেছিলেন একটি সাদা রঙের অ্যাম্বাস্যাডর গাড়ি। দীর্ঘদিন ওই গাড়িটির চালক রক্ষণাবেক্ষণ করতেন। প্রতিদিন রাতে যেখানে গাড়ি রাখতেন সেখানেই গাড়িটি রাখা ছিল। সেখান থেকেই উধাও হয় বিধায়কের গাড়ি।
advertisement
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। পুরনো মডেলের একটি সাদা অ্যাম্বাসাডর গাড়ি শখ করে কিনেছিলেন বহু আগেই। ব্যাংকে লোন নিয়ে কেনা সেই শখের গাড়িটি এখন আবার জেলা শিল্প দফতরের অধীনে ভাড়ায় চলছিল বিগত প্রায় ১২ বছর ধরে।
advertisement
বিধায়ক বলেন, ‘হলদিয়ার এক অসহায় পরিবারের অন্নসংস্থান হচ্ছিল ওই গাড়িটি থেকেই। যার গাড়ি চালক ছিলেন হলদিয়ার বাসুদেবপুর এলাকার বাসিন্দা চন্দন কুমার মান্না। গাড়িটি চড়তেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গৌতম সাধুখাঁ। প্রতিদিনের মতো তমলুকের নিমতলা মোড় সংলগ্ন পুরনো জেলা শিল্প কেন্দ্রের অফিসের সামনেই রাখা ছিল।’
বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ গাড়িটি রেখে চাবি লাগিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন গাড়িচালক। পরদিন ফিরে এসে তিনি দেখেন, বিধায়কের সেই সাদা গাড়িটি আর নেই। আর তাতেই মাথায় হাত পড়ে গাড়ি চালক চন্দনবাবুর। গাড়ির খরচ মিটিয়ে যেটুকু রোজগার হত তাতে কোনও রকমেসংসার চলত এই গাড়ি চালকের। বিধায়ক প্রায় ১২ বছর আগে গাড়ি চালককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে গাড়ি দিয়েছিলেন। প্রায় ১২ বছর ধরে একই জায়গায় গাড়িটি রাখা থাকত। কিন্তু এভাবে যে দুষ্কৃতীদের নজর গাড়ির উপর পড়বে তা ভাবতেই পারেননি এই চালক।
advertisement
এদিকে ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা। সেখানেই দেখা গিয়েছে, ভোর প্রায় সাড়ে ৪টা নাগাদ গাড়িটি নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। এ বিষয়ে গাড়ির মালিক বিধায়ক সুকুমার দে বলেন, ‘এমনটা একেবারেই অপ্রত্যাশিত। বহু আগে শখ করে একটা সাদা অ্যাম্বাসাডর গাড়ি লোন নিয়ে কিনেছিলাম। এরপর অসহায় এক গাড়ি চালকের কর্মসংস্থানের কথা ভেবে তার হাতে তুলে দিয়েছিলাম। যৎ সামান্য যা উপার্জন হত তা দিয়েই ওই চালকের পরিবারের দিন গুজরান হত।’
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তমলুকের এই নিমতলা এলাকায় একের পর এক চুরির ঘটনার অভিযোগ আসছিল। বিধায়কের শখের পুরনো গাড়ি চুরি হয়ে যাওয়ায় শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: উধাও হয়ে গেল খোদ বিধায়কের গাড়ি! তমলুকের ঘটনা শুনলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement