Kitchen Hack: সিলিন্ডারে কতটা গ্যাস আছে? বুঝতে পারবেন কয়েক মিনিটে, জানুন সহজ পদ্ধতি

Last Updated:
এক টুকরো কাপড়ের সাহায্যেই আগেভাগে জানতে পারবেন আপনার গ্যাস সিলিন্ডারে কতটুকু গ্যাস রয়েছে।
1/8
রান্নার গ্যাস তো কমবেশি প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহৃত হয়৷  রোজকার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে রান্নার গ্যাস৷
রান্নার গ্যাস তো কমবেশি প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহৃত হয়৷ রোজকার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে রান্নার গ্যাস৷
advertisement
2/8
কিন্তু সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বুঝতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই৷ ফলে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গিয়ে সমস্যায় পড়তে হয়৷
কিন্তু সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বুঝতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই৷ ফলে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গিয়ে সমস্যায় পড়তে হয়৷
advertisement
3/8
তবে একটি সহজ উপায় জানলে সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা কয়েক মিনিটে বোঝা সম্ভব৷ সেক্ষেত্রে সময় মতো গ্যাস বুকিংও করে রাখা যায়৷
তবে একটি সহজ উপায় জানলে সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা কয়েক মিনিটে বোঝা সম্ভব৷ সেক্ষেত্রে সময় মতো গ্যাস বুকিংও করে রাখা যায়৷
advertisement
4/8
 এই পদ্ধতির জন্য আপনার একটি ভিজে কাপড় প্রয়োজন৷ এর পর ওই ভিজে কাপড়টি মিনিট খানেক সিলিন্ডারে জড়িয়ে রাখতে হবে৷
এই পদ্ধতির জন্য আপনার একটি ভিজে কাপড় প্রয়োজন৷ এর পর ওই ভিজে কাপড়টি মিনিট খানেক সিলিন্ডারে জড়িয়ে রাখতে হবে৷
advertisement
5/8
এর পর ভিজে কাপড়টি সরিয়ে নিয়ে কয়েক মিনিট সিলিন্ডারের গায়ে কী পরিবর্তন হয়ে, ভাল ভাবে লক্ষ্য করুন৷
এর পর ভিজে কাপড়টি সরিয়ে নিয়ে কয়েক মিনিট সিলিন্ডারের গায়ে কী পরিবর্তন হয়ে, ভাল ভাবে লক্ষ্য করুন৷
advertisement
6/8
ভাল ভাবে লক্ষ্য করলে দেখবেন, সিলিন্ডারের একটি অংশ শুকিয়ে গিয়েছে, আর নীচের দিকের বাকি অংশ ভিজে রয়েছে৷
ভাল ভাবে লক্ষ্য করলে দেখবেন, সিলিন্ডারের একটি অংশ শুকিয়ে গিয়েছে, আর নীচের দিকের বাকি অংশ ভিজে রয়েছে৷
advertisement
7/8
এর অর্থ, যতটা অংশ ভিজে রয়েছে, সিলিন্ডারে ততটা গ্যাস রয়েছে৷ কারণ সিলিন্ডারের যে অংশ গ্যাস থাকে সেটি তুলনামূলক ঠান্ডা হওয়ায় শুকোতে সময় লাগে৷
এর অর্থ, যতটা অংশ ভিজে রয়েছে, সিলিন্ডারে ততটা গ্যাস রয়েছে৷ কারণ সিলিন্ডারের যে অংশ গ্যাস থাকে সেটি তুলনামূলক ঠান্ডা হওয়ায় শুকোতে সময় লাগে৷
advertisement
8/8
এ ছাড়াও গ্যাসে আগুনের রং দেখেও অনেকে গ্যাস ফুরিয়ে এসেছে কি না তার আন্দাজ পাওয়ার চেষ্টা করেন৷ তবে এই প্রক্রিয়া খুব একটা নির্ভরযোগ্য নয়৷
এ ছাড়াও গ্যাসে আগুনের রং দেখেও অনেকে গ্যাস ফুরিয়ে এসেছে কি না তার আন্দাজ পাওয়ার চেষ্টা করেন৷ তবে এই প্রক্রিয়া খুব একটা নির্ভরযোগ্য নয়৷
advertisement
advertisement
advertisement