Nandigram: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহেরের বাড়িতে কুণাল ঘোষ! আইনি সাহায্যের আশ্বাস মা-কে!

Last Updated:

ভোট-পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহেরকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI।

শেখ আবু তাহেরের বাড়িতে কুণাল ঘোষ
শেখ আবু তাহেরের বাড়িতে কুণাল ঘোষ
#নন্দীগ্রাম : ভোট-পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহেরকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। কিন্তু আবু তাহের-সহ বাকি দুই তৃণমূল নেতা গ্রেফতারির আশঙ্কা থেকেই CBI দফতরে যেতে চাইছেন না বলে জানা যাচ্ছে। আজ নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত সেই শেখ আবু তাহেরের বাড়িতে গিয়ে দেখা করলেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস দায়িত্বে থাকা নেতা কুণাল ঘোষ।
সূত্রের খবর, ভোট-পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করলেও শেখ আবু তাহের ও অন্য দুই তৃণমূল নেতা হাজিরা এড়িয়ে যাচ্ছেন গ্রেফতারির আশঙ্কাতেই। কেননা এর আগে এলাকার যে সমস্ত নেতা CBI-এর জেরায় গিয়েছেন, তাঁদের প্রত্যেকেই গ্রেফতার হয়েছেন। তাঁরা এখন জেল হেফাজতে রয়েছেন। কার্যত তাই গ্রেফতারি এড়াতেই আবু তাহের-সহ অন্যান্য তৃণমূল নেতারা CBI-এর ডাকে যাচ্ছেন না বলে সূত্রের খবর।
advertisement
সেই আবু তাহেরের বাড়িতেই রবিবার গেলেন কুণাল ঘোষ। নন্দীগ্রামে দলীয় কর্মসূচী থেকে ফেরার পথে তার বাড়িতে পৌছে যান কুণাল। তার মায়ের সঙ্গে কথা বলেন। আশ্বস্ত করেছেন তাকে আইনি সাহায্য দেওয়ার ব্যাপারে৷ ইতিমধ্যেই নন্দীগ্রামে লিগ্যাল সেল খুলেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
আবু তাহের নন্দীগ্রামে তৃণমূলের দক্ষ সংগঠক হিসাবে পরিচিত ছিলেন। যদিও বিধানসভা ভোটের পর থেকে তিনি পলাতক। ভোট পরবর্তী হিংসায় তার নাম জড়িয়েছে। একাধিকবার সিবিআই তাকে তলব করলেও তিনি হাজিরা দেননি। CBI সূত্রে খবর, ভোট-পরবর্তী হিংসা মামলায় এর আগেও নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহেরকে (Sk. Abu Taher) তলব করেছিল CBI। কিন্তু তখনও হাজিরা দিতে যাননি তিনি। ফের নোটিশ পাঠিয়ে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহেরের বাড়িতে কুণাল ঘোষ! আইনি সাহায্যের আশ্বাস মা-কে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement