নন্দীগ্রামে এ কী কাণ্ড...! ২২টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ, কারণ জানলে আঁতকে উঠবেন
- Reported by:Saikat Shee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
আগেই মেদিনীপুর জেলার চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের রাজ্য সরকার এই জেলাকে দুটি স্বাস্থ্য জেলায় ভাগ করেছে। চিকিৎসা পরিষেবা সম্পর্কিত অভিযোগগুলি সমাধানের জন্য নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা বিশেষ উদ্যোগ নিয়েছে।
নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র নার্সিংহোম, প্যাথলজি সেন্টার এবং ডায়াগনস্টিক সেন্টারগুলি ছত্রাকের মত গজিয়ে উঠছে। ফল স্বরূপ, বেশিরভাগ সময় এইসব নার্সিংহোম প্যাথলজি সেন্টার এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা পরিষেবা সম্পর্কিত বিভিন্ন অভিযোগ উঠছে। চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন করতে তৎপর প্রশাসন। আগেই মেদিনীপুর জেলার চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের রাজ্য সরকার এই জেলাকে দুটি স্বাস্থ্য জেলায় ভাগ করেছে। একটি পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা অন্যটি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। চিকিৎসা পরিষেবা সম্পর্কিত অভিযোগগুলি সমাধানের জন্য নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা বিশেষ উদ্যোগ নিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ টি ব্লক ও পাঁচটি পৌরসভা রয়েছে। তার মধ্যে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার আওতাধীন এলাকা হল মোট ১১ টি ব্লক ও একটি পৌরসভা। এই ১১ টি ব্লক ও একটি পৌরসভায় স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে নজর দিয়েছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। ফলে এই স্বাস্থ্য জেলা জুড়ে স্বাস্থ্য দফতর বিশেষ ড্রাইভ চালাচ্ছে। বিশেষ করে যে সব এলাকায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে মানুষের অভিযোগ বেশি সেই সব এলাকায় তদারকি শুরু হয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে বৈধ ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১৩৬ টি এবং নার্সিংহোম রয়েছে ৪৮ টি। নিয়মমাফিক কাজ না করার জন্য ২২ টি ডায়গনস্টিক সেন্টারকে বন্ধের জন্য শোকজ নোটিশ জারি করেছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা।
advertisement
advertisement
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট না মানায় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার বিভিন্ন ব্লকে থাকা ২২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ তথা বন্ধের নোটিশ জারি করলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান বলেন, ‘জেলার ২২ টি ডায়াগনস্টিক সেন্টারের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স এবং বায়ো-মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোনওভাবেই নেই, তাই বর্তমান সময়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো এই সূচকগুলো পরিপূর্ণ করলে পুনরায় খুলতে পারবে।’
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন সময়ে স্বাস্থ্য বা চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ উঠছে বিস্তর। বিশেষ করে বেসরকারি নার্সিংহোম-সহ বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে। সাধারণ মানুষের অভিযোগ মূলত নিয়ম-নীতি তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে এইসব নার্সিংহোম প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার। তাই এবার কড়া ব্যবস্থা নিল নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা। ২২ টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় কোনওভাবে যাতে না খুলতে পারে তার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সমগ্র নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা পরিপূর্ণভাবে সমীক্ষা বা নজরদারির আওতায় আসেনি এখনও পর্যন্ত,পরবর্তীকালে এই তালিকা আরও বড় হতে পারে অভিমত জেলা স্বাস্থ্য দফতরের কর্মীদের।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2025 6:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নন্দীগ্রামে এ কী কাণ্ড...! ২২টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ, কারণ জানলে আঁতকে উঠবেন







