নেপাল থেকে এসেছিলেন মাছ ধরতে, কিন্তু পরিণতি হল মর্মান্তিক! না বুঝে নদীতে নেমে বিপত্তি, পরে ভেসে উঠল দেহ

Last Updated:

Fisherman Death : নেপাল থেকে মাছ ধরতে এসে নামখানায় ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ওই ব্যক্তির নাম বিশাল তিমসিনা। বাড়ি নেপালের টিচরামে‌। এখানে মৎস্যজীবীর কাজ করতেন।

এই ট্রলারের পাশে ভেসে ওঠে দেহ
এই ট্রলারের পাশে ভেসে ওঠে দেহ
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নেপাল থেকে মাছ ধরতে এসে নামখানায় ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ওই ব্যক্তির নাম বিশাল তিমসিনা(৩০)। বাড়ি নেপালের টিচরামে‌। ওই ব্যক্তি নেপাল থেকে এখানে এসে মৎস্যজীবীর কাজ করতেন। জানা গিয়েছে হাতানিয়া-দোয়ানিয়া নদীর মাঝখানে এফ-বি ভদ্রকালী নামক ট্রলারটি দাঁড়িয়েছিল।
বিশাল ওই ট্রলারের একজন কর্মী ছিলেন। ওই ট্রলারে ওঠার জন্য তিনি নামখানার খেয়াঘাটে এসেছিলেন। সেই সময় খেয়া ঘাটে কোনও নৌকা ছিল না। বাধ্য হয়ে তিনি ও অন্য এক মৎস্যজীবী ট্রলারে ওঠার জন্য নদীতে নেমে সাঁতার কাটা শুরু করেন। কিন্তু সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল। সেই স্রোতে তিনি তলিয়ে যান। অপর মৎস্যজীবী সাঁতার কেটে ট্রলারে উঠে পড়েন।
advertisement
advertisement
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর ওই মৎস্যজীবীর খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার তার দেহ নদীতে ভেসে উঠলে মৃতদেহ উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর খবর দেওয়া হয়েছে নেপালে ওই ব্যক্তির পরিবারে। ওই ব্যক্তি নেপাল ছেড়ে এখানে কেন কাজে এলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমস্ত কিছু খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবী মহলে। মৎস্যজীবী সংগঠনের সূত্রে সমস্ত কিছু প্রশাসনকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে ওই মৎস্যজীবী এখানে ছিলেন কেন তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন এলে তাঁদেরকেও বিষয়টি জানানো হবে। এরপর সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নেপাল থেকে এসেছিলেন মাছ ধরতে, কিন্তু পরিণতি হল মর্মান্তিক! না বুঝে নদীতে নেমে বিপত্তি, পরে ভেসে উঠল দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement