Birbhum News : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা! ভল্ট খুলতে না পেরে সিসিটিভি, হার্ডডিস্ক নিয়ে চম্পট, খবর পেয়ে ভিড় গ্রাহকদের
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bank Robbery : মিত্রপুর হাইস্কুলের একটি বিল্ডিং ভাড়া নিয়ে চলে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা। পিছনের জানালা ভেঙে ব্যাঙ্কে ঢোকে দুষ্কৃতীরা।
বীরভূম,সৌভিক রায়: বীরভূমের এক নামি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঢুকে ডাকাতির চেষ্টা। তবে ডাকাতির চেষ্টা পুরোটাই বানচাল হয়ে যায়। ভল্ট ভাঙতে না পারলেও ব্যাঙ্কের এর ভিতরে থাকা একাধিক সিসি টিভি ক্যামেরা ও হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। আর কার্যত এই ঘটনার পরে নিরাপত্তাহীনতায় ভুগছেন নলহাটি থানার অন্তর্ভুক্ত কুরুমগ্রামের বাসিন্দারা। তাঁরা এই ডাকাতির পিছনে এলাকায় নেশার বাড়বাড়ন্তকে দায়ী করেছেন।
নলহাটি থানার অন্তর্ভুক্ত কুরুমগ্রামের মিত্রপুর হাইস্কুলের একটি বিল্ডিং ভাড়া নিয়ে চলে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা। ব্যাঙ্ক খোলার পর কর্মীরা দেখেন, ভিতরের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এরপরই তাঁরা দেখেন, পিছনের দিকের জানালাও ভাঙা। ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা ও হার্ড ডিস্ক উধাও। ঝড়ের গতিতে সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার স্থানীয় বাসিন্দারা ব্যাংক এর সামনে ভিড় জমান।
advertisement
advertisement
ব্যাঙ্কের শাখা প্রবন্ধক ওমপ্রকাশ মির্ধা বলেন, ডাকাতের দল হাইস্কুলের গেট দিয়ে ঢুকে পিছনের জানালা ভেঙে ব্যাঙ্কে প্রবেশ করে। তবে ভল্ট খুলতে পারেনি। কিন্তু ধরা পড়ার ভয়ে সিসিটিভি ক্যামেরা ও হার্ড ডিস্ক খুলে চম্পট দেয়। ওই ব্যাংক এর বাইরে রাত্রে কোনও নিরাপত্তা রক্ষী থাকে না। সেই সুযোগকে কাজে লাগিয়ে চুরির চেষ্টা হয়েছে। দিন পাঁচেক আগে এই গ্রামে ড্রাগের নেশায় আসক্ত ছেলের দাবি মতো টাকা দিতে না পারায় অশান্তির জেরে এক মহিলা আত্মহত্যা করেছেন। সেই সঙ্গে এলাকায় ছোটখাটো চুরি লেগেই রয়েছে। কিন্তু ব্যাঙ্কে ডাকাতির চেষ্টার পর নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বর্তমানে পুলিশ প্রশাসন এই ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দাদের দাবি, এই ডাকাতির পিছনে রয়েছে দিন দিন বেড়ে চলা নেশার রমরমা। স্কুলের আশেপাশেই দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন নেশার সামগ্রী। প্রকাশ্যে দিনের আলোতেই মাদক হাতবদল হচ্ছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন অনেকেই। প্রসঙ্গত কয়েকদিন আগেই খেলার মাঠ থেকে কোরেক্স সহ বেশ কয়েকজন যুবককে হাতেনাতে ধরে পুলিশ। কিন্তু তারপরও প্রকাশ্যে চলছে এই কারবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Nov 11, 2025 3:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা! ভল্ট খুলতে না পেরে সিসিটিভি, হার্ডডিস্ক নিয়ে চম্পট, খবর পেয়ে ভিড় গ্রাহকদের









